দুর্নীতির অভিযোগে তিন কারা কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ
সাগর চৌধুরীঃ ক্ষমতার অপব্যবহার ও ঘুষ গ্রহণ করে কারাগারে বিভিন্ন পদে জনবল নিয়োগ, অবৈধ ক্যান্টিন বাণিজ্যসহ নানা অনিয়ম, দুর্নীতির মাধ্যমে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে খুলনা সহ তিন কারাগারের শীর্ষ স্থানীয় তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক সূত্রে এই খবর জানা গেছে।
রোববার দুদকের বিশেষ অনুসন্ধান টিমের সদস্যরা রাজধানীর সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন।
অভিযুক্ত তিন কর্মকর্তা হলেন- খুলনা বিভাগের ডিআইজি প্রিজন সগীর মিয়া, গাজীপুরের কাশিমপুর কারাগারের জেল সুপার গিয়াস উদ্দিন মোল্লা ও মেহেরপুর জেলা কারাগারের জেল সুপার মোখলেসুর রহমান।
এছাড়াও তালিকায় থাকা কারাগারের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানায় দুদক।