বোরহানউদ্দিনে কোন্দল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় দিন ব্যাপী কৃষক প্রশিক্ষন

বোরহানউদ্দিনে কোন্দল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় দিন ব্যাপী কৃষক প্রশিক্ষন

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারের ২০২১-২০২২ অর্থ বছরের কোন্দল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় দিন ব্যাপী কৃষক প্রশিক্ষনের আয়োজন করে বোরহানউদ্দিন উপজেলা কৃষি অফিস।

আজ রবিবার সকালে বোরহানউদ্দিন উপজেলার পুরাতন ভবনের হল রুমে দিনব্যাপী কৃষক প্রশিক্ষনের প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষন দিয়েছেন, মোঃ হাসান ওয়ারিসুল কবীর উপপরিচালক ভোলা।

বিশেষ প্রশিক্ষক হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষন দিয়েছেন, এসএম মিজান মাহমুদ অতিরিক্ত উপপরিচালক (শষ্য)।

প্রশিক্ষক হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষন দিয়েছেন, ওমর ফারুক বোরহানউদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা।

আজকের প্রশিক্ষনে ২০২১-২০২২ অর্থ বছরের কোন্দল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৬০ জন কৃষক প্রশিক্ষনে অংশগ্রহণ করেন।

আজকের প্রশিক্ষনে কোন্দল ফসল চাষের গুরুত্ব, কোন্দল ফসল চাষের কৌশল, বালাই ব্যবস্থপনা বিষয়ে আলোকপাত করা হয়।


প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষন দিয়েছেন, মোঃ হাসান ওয়ারিসুল কবীর উপপরিচালক ভোলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top