তজুমদ্দিনে নিত্য প্রয়োজনীয় পণ্যের অবৈধ মজুদ রোধে ইউএনও এর অভিযান
সাদির হোসেন রাহিমঃ তজুমদ্দিনে নিত্য প্রয়োজনীয় পণ্যের অবৈধ মজুদ রোধে উপজেলা প্রশাসন কর্তৃক অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১২টায় তজুমদ্দিন উপজেলা সদরে তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা এ অভিযান পরিচালনা করেন।
এসময় কয়েকটি আড়ৎ আকস্মিক পরিদর্শন করে কোথাও কোনো অস্বাভাবিক মজুত পাওয়া যায়নি। পরিদর্শন শেষে ব্যবসায়ী প্রতিনিধিদেরকে অবৈধ মজুদ না করার জন্য কঠোর নির্দেশনা প্রদান সহ উপস্থিত জনগণকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের যেকোন অবৈধ মজুদের ব্যাপারে উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য সকলের সহযোগীতা কামনা করেন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা।
অভিযান চলাকালীন মাস্ক পরিধান না করা ও প্রকাশ্যে ধুমপান করায় ৪টি মামলায় ০৬জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জন প্রতি ৮০০ টাকা করে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জানান, আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে কেউ যেন বাজার অস্থিতিশীল করতে না পারে সে লক্ষ্যে কাজ করছে উপজেলা প্রশাসন। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।