অবেলার কবিতা – মোঃ আঃ কুদদূস
অবেলার রোদ্দুরে অহেতুক পুড়ে যায়
সাদা মনের পালক
কোথায় সেই ঝলক —
যার প্রভাবে — স্বভাবে, আসে
হেমন্তের শেষে ক্ষুধাতুর হৃদয়ে ক্ষীণতর পলক।
অবেলার বৃষ্টিতে ভিজে মন সৃষ্টিতে
ভিজে যায় রুক্ষ বন
তবুও বাজে সারাক্ষণ —
সূরের নতুন ধরণ, অভিনব সংস্করণ
যেন বলে, ছাড়বো না অবনী ‘পরের পাতকী রণ।
ছোপ ছোপ মেঘ জমে কংলাকের গায়ে
হঠাৎ সুধায় —
রোদ্দুর কিংবা বৃষ্টি অবেলায়
এরপর ঝড় উঠে দৈত্যের ডানায়
কোথাও কেউ থাকে না, সবাই উড়ে যায়।
মোঃ আঃ কুদদূস
কবি, লেখক ও সরকারি কর্মকর্তা।
১২ জানুয়ারি ২০২২