চাই একটু হাসি – শাহানা সিরাজী
তাজমহলের রূপে আকৃষ্ট হতে পারো
দুটো পয়সা রুজিও করতে পারো
তার পেছনের কান্নাকে অনুভব করতে পারো না!
রূপকথার ইউসুফ- জুলেখার মতো
বিশ্বাসের ঝুড়ি সামনে থাকলে
শাহজাহান অপবাদ থেকে মুক্তি পেতো-
বাহ্যিক প্রকাশ ছাড়া কী করে বুঝতে এখন বৃষ্টি নামবে!
রঙছাড়া কী করে রঙধনু হতো!
আর্জুমাদ বানুর রশ্মির ছটায় আবিষ্ট শাহজাহান
ঊষাদেবীর বর কামনায় পেয়েছে অমরত্ব।
সেই অমরত্ব কেউটে ইতিহাসবিদেরা নানান কালীতে ঢাকতে গিয়ে মূলতঃএকটি প্রেমকে
একটি শ্বাশত সুন্দরকে কুঞ্চিত করেছে
শাহজাহান সগৌরবে বেঁচে আছে সকল প্রেমিকহৃদয়ে!
প্রেমিক কখনো পরাজিত হয় না
প্রেমিকা কখনো প্রাক্তন হয় না
প্রেমের অমিয় ধারা চির বহমান….
তাজমহল চাইনি কখনো
চাই একটু হাসি একটু বাঁশির সুর
তাতেই যোজিত তাজমহল বিকিরিত…
শাহানা সিরাজী
কবি প্রাবন্ধিক কথা সাহিত্যিক