বিশ্ববাজারে দিন দিন কমছে তেলের দাম; বাংলাদেশ গাড়ি ভারা কমবে

বিশ্ববাজারে দিন দিন কমছে তেলের দাম; বাংলাদেশ গাড়ি ভারা কমবে

আন্তজার্তিক প্রতিবেদকঃ করোনার নতুন ধরন শনাক্ত হওয়ায় পর বিশ্ববাজারে হঠাৎ করে জ্বালানি তেলে বড় দরপতন হয়েছে। মাত্র এক দিনের ব্যবধানে ব্যারেলপ্রতি ১০ ডলার কমেছে।

শনিবার (২৭ নভেম্বর) প্রতি ব্যারেল অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেল ১০ ডলার ২২ সেন্ট বা ১৩ শতাংশের বেশি কমে ৬৮ ডলার ১৭ সেন্টে বিক্রি হয়েছে।

২০২০ সালের এপ্রিলের পর আন্তর্জাতিক বাজারে এটিই তেলের সবচেয়ে বড় দরপতন। তেলের দাম আরও কমে যেতে পারে।

বিশ্লেষকরা বলছেন, করোনার নতুন ধরনের কারণে বিশ্ব অর্থনীতিতে সঙ্কট দেখা দিতে পারে। কমে যেতে পারে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি। যার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের চাহিদাও কমে যেতে পারে। আর এই ভয়েই তেলের দামে বড় পতন হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বরে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ছিল ৪২ ডলার। এরপর তা বেড়ে চলতি বছরের ২৭ অক্টোবর ৮৫ ডলার ছাড়িয়ে ৮৫ দশমিক ০৭ ডলারে ওঠে। যদিও এরপর থেকেই তা কমতে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top