বোরহানউদ্দিনে খানকায়ে বশিরিয়া দারুছুন্নাত দাখিল মাদ্রাসার অনিয়ম ও দূর্নীতি
সাগর চৌধুরীঃ আজ রবিবার (৩০অক্টেম্বর২০২২) ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের খানকায়ে বশিরিয়া দারুছুন্নাত দাখিল মাদ্রাসার বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ করেন, স্থানীয় মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অভিভাবকগন।
বিভিন্ন অভিযোগের তথ্য জানতে বড়মানিকা ইউনিয়নের সাত নং ওয়ার্ডের খানকায়ে বশিরিয়া দারুছুন্নাত দাখিল মাদ্রাসায় গেলে স্থানীয়রা জানান, খানকায়ে বশিরিয়া দারুছুন্নাত দাখিল মাদ্রাসাটিতো মধ্য দুপুরে ছুটি হয়ে গেছ। কেন ছুটি হয়ে গেছে? সরকারি শিক্ষা প্রতিষ্ঠান তো সরকারি অফিস টাইমে খোলা থাকার কথা। কিন্তু ছুটি হয়ে গেছে এই দুপুর সারে ১২ টা থেকে ১টার মধ্যে! কেন ছুটি হয়ে গেছে মাদ্রাসা?
স্থানীয়রা জানান, বড়মানিকা ইউনিয়নের সাত নং ওয়ার্ডের খানকায়ে বশিরিয়া দারুছুন্নাত দাখিল মাদ্রাসার প্রায়ই এভাবে ছুটি দিয়ে দেয়। তারা সরকারি বিধিবিধান মেনে চলেন না। কিন্তু সরকার বেতন ভাতা সঠিক সময়ে ও সঠিক ভাবে তুলে নিচ্ছেন।
স্থানীয় মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অভিভাবকগন অভিযোগ করে বলেন, খানকায়ে বশিরিয়া দারুছুন্নাত দাখিল মাদ্রাসাটির অনিয়ম-দুর্নীতির আখড়ায় পরিনত হয়েছে। তারা নিয়মনীতির তোয়াক্কা করেন না।
সরকারী শিক্ষা প্রতিষ্ঠানে প্রাইভেট পড়ানো নিষেধাজ্ঞা থাকা সত্বেও প্রতিষ্ঠানটিতে প্রতিজন ছাত্র-ছাত্রীকে প্রতিমাসে ৫০০ টাকা করে দিয়ে প্রাইভেট পড়াতে হয়। যা আইনত ভাবে অবৈধ। যে শিক্ষকগণ হারাম ও হারাম বিষয়ে বলবেন সেই শিক্ষকই অবৈধভাবে ছাত্রছাত্রীদের টাকার বিনিময়ে মাদ্রাসায় বিদ্যুৎ লাইনে ফ্যান, লাইট চালিয়ে সরকারি প্রতিষ্ঠানের বিদ্যুৎ চার্জ ব্যবহার করে টাকা তুলে নিচ্ছেন।
দীর্ঘদিন এভাবে চলছে অবৈধ ভাবে শিক্ষাবানিজ্য। প্রতিষ্ঠান প্রধানের কাছে একাধিক বার বলা হলেও তিনি কোন গুরুত্ব দেন নি এবং অভিভাবকদের অভিযোগের বিষয়ে কোন কর্নপাত করেন নি।
একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় না। আজ দুপুরে প্রতিষ্ঠানটিতে গিয়ে সরকারি অফিস টাইমে পতাকা উত্তোলন করা দেখা যায় নি।
বিষয়টি জানতে, স্থানীয়দের কাছে প্রশ্ন করলে তারা বলেন, এই বিষয়ে কথা বললে নানা রকম হুমকি দামকি এমনকি প্রাননাশেরও আশঙ্কা রয়েছে।
ভিডিও চিত্রে খবর
বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের খানকায়ে বশিরিয়া দারুছুন্নাত দাখিল মাদ্রাসার বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির বিষয়ে বোরহানউদ্দিন উপজেলা শিক্ষা কর্মকর্তা তপন কুমার বিশ্বাস জানালে,তিনি বলেন, আপনি বিষয়টি জানিয়েছেন, আমি জেনেছি। প্রয়োজনীয় পদক্ষেপ করব।
আরো সংবাদ পড়ুন
আরও সংবাদ পড়ুন।
নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে প্রাইভেট পড়ানো যাবে না; কোচিং করালে নিতে হবে নিবন্ধন
আরও সংবাদ পড়ুন।
মোজাম্মেল হক চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ে মধ্য দুপুর তালা; দূর্নীতি ও অনিয়মে অভিযোগ