ভোলায় কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উদযাপন

ভোলায় কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উদযাপন

জেলা প্রতিনিধিঃ মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্পীতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উদযাপন।।।

ভোলা জেলা পুলিশ এর আয়োজনে ৩০ অক্টোবর শনিবার শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম, ভোলায় “মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্পীতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোহাম্মদ আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), ভোলা এর সভাপতিত্বে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উদযাপন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. হাবিবুর রহমান, সভাপতি, প্রেসক্লাব, ভোলা, মোহাম্মদ ইউনুস, উপজেলা ভাইস চেয়ারম্যান, ভোলা সদর উপজেলা, আলহাজ্ব মো: দোস্ত মাহমুদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, ভোলা।সভার সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: মহসিন আল ফারুক। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ফেস্টুন উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ এর শুভ উদ্বোধন করেন।

প্রধান অতিথি মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা তার বক্তব্যে বলেন পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য কমিউনিটি পুলিশিং বিশেষ ভূমিকা পালন করে আসছে। এর ধারাবাহিকতায় কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরো বেগবান ও গতিশীল করার জন্য প্রতি বছর “কমিউনিটি পুলিশিং ডে” পালন করা হয়। “মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্পীতি” জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আমাদের এ অঙ্গীকার বাস্তবায়নে আমাদের প্রানান্তর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা চাই সত্যিকারের জনগণের পুলিশ হতে। একটি সমৃদ্ধ সোনার বাংলা গঠনে যে ধরনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপদ পরিবেশ দরকার সেটি বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। তিনি বলেন, আইজিপি ড. বেনজীর আহমেদ মহোদয় সুদূর প্রসারী চিন্তা-ভাবনার মাধ্যমে কমিউনিটি পুলিশিং এর পরিপূরক কর্মসূচি হিসেবে বিট পুলিশিং কার্যক্রমকে সারাদেশের মতো ভোলায়ও অব্যাহত আছে।

অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরো তরান্বিত ও উৎসাহ-উদ্দীপনা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি বিভাগের সেরা কমিউনিটি পুলিশিং অফিসার ও সদস্যদের পুরস্কৃত করা হয়। কমিউিনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরুপ আইজিপি ডঃ বেনজীর আহমেদ মহোদয় কর্তৃক প্রেরিত

শ্রেষ্ঠ কমিউিনিটি পুলিশিং কর্মকর্তা হিসেবে মোঃ আরমান হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) ভোলা সদর মডেল থানা, ভোলা এবং শ্রেষ্ঠ কমিউিনিটি পুলিশিং সদস্য মনোনীত এম. হাবিবুর রহমান, সভাপতি, প্রেসক্লাব, ভোলাকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম।

সভায় বিশেষ অতিথিবৃন্দ সহ বিভিন্ন কাউন্সিলর ও ইউনিয়ন চেয়ারম্যানগণ বক্তব্য রাখেন। সভায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসারবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়নের ইউনিয়ন চেয়ারম্যান, কাউন্সিলর ও কমিউনিটি পুলিশিং এর বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top