বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নির্বাচন-২০২১ অনুষ্ঠিত হবে আজ ২৩ অক্টোবর শনিবার।
রাজধানী ঢাকা সহ সারাদেশে ১০টি ভোটকেন্দ্রে বিরতিহীন ভাবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ চলবে। ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আজ শনিবার শুরু হচ্ছে বিশ্বকাপের সুপার লড়াই
শনিবার দেশব্যাপী প্রতিবাদী মানববন্ধন করবে গণফোরাম
আওয়ামী লীগের প্রার্থী হলেন যারা নির্বাচনে ফেডারেল তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন,
সভাপতি: আবদুল জলিল ভূঁইয়া, আবু জাফর সূর্য ও ওমর ফারুক।
মহাসচিব: আবদুল মজিদ, দীপ আজাদ ও লায়েকুজ্জামান।
কোষাধ্যক্ষ: খায়রুজ্জামান কামাল, নজরুল কবির ও মোহাম্মদ আবু সাঈদ।
এছাড়া ১০ অঙ্গ ইউনিয়নে বিভিন্ন পদে ৮৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯৮০ জন। নির্বাচন অনুষ্ঠানে ৬ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ জার্নাল পত্রিকার সম্পাদক শাহজাহান সরদার।