আনন্দ – ড. শেখ মুসলিমা মুন

PicsArt_09-09-01.34.28.jpg

আনন্দ – ড. শেখ মুসলিমা মুন

আনন্দ,
কেউ যদি বা প্রশ্ন করে,
‘আনন্দ’ কে হয় গো তোমার?
থাকে কোথায়? কোথায় বাড়ি?
সত্যি করে বলো দেখি?
হিংসে, জেলাস করেও কেউ…
কিন্তু আমার তাতেই বা কী ?
আমিই কি আর সত্যিই জানি?

কোথায় কোথায় থাকো তুমি-
তোমার সাথে কবে দেখা–
কে-ই বা হও আমার তুমি?…
হয়তো ধর, হয়েছে দেখা-
কোন একদিন কাশের বনে,
শিউলিতলায় নিত্যভোরে…
কাকডাকা ভোর সূর্যোদয়ে,
অথবা ধর, হঠাৎ যেদিন-
চাঁদনী রাতের উদোম ছাদে?
এমনও তো হতেই পারে-
বাঁশবাগানের মাথার পরে
উঠল যেদিন চাঁদের ফালি,
ঝাড়ের ফাঁকে উঁকির মাঝে
হেসেছিলে বাঁকা হাসি?
…ঠিক তখনই প্রেমে পড়ি!
কিংবা ধরো,
কানফাটা সেই ঝিঁঝিঁ পোকার- আকুল-ব্যাকুল প্রাণের ডাকে?

কখনো বা গলির মোড়ে-
শীত সকালের চা’য়ের কাপে ?
শান-বাঁধানো পুকুর ঘাটে,
শেঁওলা সবুজ পিছল পাড়ে-
পড়েই যখন যাচ্ছিলাম ঠিক-
চটজলদি তুললে টেনে?
হিজল-তমাল জলের ছায়ায়
রঙধনু রঙ আবীর ঝড়ে-?
হয়তো আছ, অনন্তকাল…
তোমার-আমার চোখের জলে?

ড. শেখ মুসলিমা মুন
কবি ও লেখক এবং সরকারী চাকুরীজীবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top