১৯৬ মুক্তিযোদ্ধাকে আর্থিক সুবিধাদি দেওয়ার নির্দেশনা বহাল

১৯৬ মুক্তিযোদ্ধাকে আর্থিক সুবিধাদি দেওয়ার নির্দেশনা বহাল

সাগর চৌধুরীঃ গেজেট বাতিল করা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৯৬ মুক্তিযোদ্ধাকে ভাতা ও আর্থিক সুবিধাদি প্রদানে হাইকোর্টের নির্দেশনা বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আবেদন খারিজ করে আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। আর রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আহসানুল করীম। তার সঙ্গে ছিলেন আইনজীবী সাবরিনা জেরিন ও মো. আব্দুল কাইয়ূম।

এর আগে ২০২০ সালের ৭ জুন ১১৩৪ জন বিজিবি সদস্যদের গেজেট বাতিল করে সরকার। ওই গেজেটে বলা হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০০২ এর ৭ (ঝ) ধারা অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সুপারিশের পরিপ্রেক্ষিতে রুলস অব বিজনেস ১৯৯৬-এর শিডিউল-১ এর তালিকা ৪১-এর ৫ নম্বর ক্রমিকে প্রদত্ত ক্ষমতা বলে জামুকার ৬৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক স্বাধীনতা যুদ্ধের পর (১৬ ডিসেম্বর ১৯৭১ সালের) বর্ডার গার্ড বাংলাদেশে যোগদানকৃত মুক্তিযোদ্ধাদের ১১৩৪ জনের নামে প্রকাশিত গেজেট বাতিল করা হলো।

পরে ওই গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে পৃথকভাবে ১৯৬ জন হাইকোর্টে রিট দায়ের করেন। তাদের রিটের প্রেক্ষিতে ওই গেজেটের কার্যকারিতা স্থগিত করেছিলেন হাইকোর্ট।

এরপর হাইকোর্টের সে আদেশ স্থগিত চেয়ে সরকার আপিল বিভাগে আবেদন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top