আমায় তোরা গুম হতে দে – লুৎফর রহমান রিটন
[আজকের ছড়াটা উৎসর্গ করছি প্রীতিভাজন সাংবাদিক আনিস আলমগীরকে।]
একটুখানি গুম হবো তার ব্যবস্থাটাও নাই!
এইটা কোনো দেশ হলো ভাই! পালিয়ে যেতে চাই।
সাধ আহ্লাদ থাকাটা তো খুব স্বাভাবিক ইয়ে
তাই করেছি কায়দা মতো একের পর এক বিয়ে।
এ বউ যদি লাত্থি মারে সে বউ করে আদর
লাই পেয়ে তাই মগডালে যাই যতোই বলো বাঁদর!
কিছুই তাতে যায় আসে না হাবুল-কাবুল-ফায়েজ
যা করেছি ঠিক করেছি এই তরিকা জায়েজ।
এই দুনিয়ায় কত্তো নারী! একেকটা চোখকাড়া!
তাদের দেখে ‘দিল্ মে চাক্কু’ যাবোই বুঝি মারা!
ফেসবুকেও অঢেল নারী! নারীর সরোবরে–
বুক ধুকপুক করে আমার বুক ধুকপুক করে।
আমি তো এক জহুরি তাই জহর চিনি জহর…
হৃদবাগানে জমতে দেই না মরুর বালু,কহর।
এর ইনবক্সে ওর ইনবক্সে তাই তো গুঁতোগুঁতি–
কোথায় তোরা মোনালিসা কোথায় অরুন্ধুতি!
চলছে চ্যাটিং তুমুল ব্যাটিং রাত বিরেতের গুঁতো
হঠাৎ কী না সেকেন্ড বিবির হস্তে পায়ের জুতো!
জুতোপেটায় কী যায় আসে বিবির সেটা হকই
ভাগ্যিস সে আমায় নিয়ে খেলতে চায়নি হকি!
সবকিছু ঠিকঠাকই ছিলো হঠাৎ এ কোন ফাঁড়া?
মধ্য রাতেই দৌড় দিয়েছি খেয়ে বিবির তাড়া।
কোনখানে যাই কোথায় লুকাই এই বিবি দজ্জালই
সে যদি হয় বশরী গুলাব আমি বাগান-মালি।
কোথায় লুকাই? কার কাছে যাই! কে দিবে আশ্রয়?
পেহ্লি বিবির সঙ্গে কি আর তুল্না কারো হয়?
প্রথম বিবির আঁচল তলের বেহেশতি খুশবুতে
একটু গেলাম ঘুমের আশায়, একটু গেলাম শুতে।
আদব লেহাজ সব সমেত জায়গা দিলো বিবি
সেথায় কী না হামলে পড়লো নাদান পুলিশ-ডিবি!!
একটুখানি গুম হবো তার ব্যবস্থাটাও নাই!
এইটা কোনো দেশ হলো? তাই পালিয়ে যেতে চাই।
ও ডিবি তোর বিনাশ হবে আমার অভিশাপে
চারটা বিবির বদ-দোয়াতে দেখবি আকাশ কাঁপে…
আমায় তোরা গুম হতে দে, গুম হতে দে, গুম
লাকুম দিনুকুম………
অটোয়া ১৯ জুন ২০২১
[ছবি/ সুজন চৌধুরী]