প্রতীক্ষা
মোঃ আঃ কুদদূস
তোমার সঙ্গে দেখা হওয়ার আর কত দিন বাকি?
তুমি আছ আজো হৃদয়ের মাঝে অপরুপ সাজে সেজে
করিতে পারি না ত্যাজ্য তোমায় ভুলিতে পারি না সে যে
রাত দিন আমি প্রহর গুনছি অবিরাম মমতায়
একবার তবে চলে এসো তুমি সব জঞ্জাল রাখি।
তোমার সঙ্গে দেখা হওয়ার আর কত দিন বাকি?
আমার আয়না ধরে যে বায়না দেখাতে তোমার হাসি
সযত্ব মায়ায় রেখেছি হৃদয়ে আমার সেই আরশি
সময় হইলে সুযোগ পাইলে একটু আসিলে তুমি
শিমুলের তলে শীতল ছায়ায় হেরিব তোমায় আমি
রাত দিন আমি প্রহর গুনছি অবিরাম মমতায়
একবার তবে চলে এসো তুমি সব জঞ্জাল রাখি।
তোমার সঙ্গে দেখা হওয়ার আর কত দিন বাকি?
যদিও তোমার কার্য হাজার সারা দিনমান ধরে
তবু এই মন করে আনচান মশগুল তব তরে
আকাশের বুকে সাজানোই থাকে কত সহস্র তারা
হাজার তারার ভীড়ে একটি চাঁদকেই খুঁজিয়া ফেরা
রাত দিন আমি প্রহর গুনছি অবিরাম মমতায়
প্রতিটি মুহূর্তে বিনা শর্তে সন্ধানে তোমার থাকি।
আর কত দিন বাকি?
তোমার সহিত আর একবার দেখা মোর হবে না কি?
এখনো তোমায় খুঁজে ফিরি আমি জলধর তরঙ্গে
সন্ধ্যা পেরিয়ে আসে রাত তবু আলো থাকে সুড়ঙ্গে
আলো আধারিতে অপরুপা তুমি যেন এক লাল পরী
কত দিন পরে আজো সেই পরী হেরি যবে শর্বরী
একবার এসো, শুধু একবার, আঁধারের আলো হয়ে
হেরিব তোমায় অনুপম চাহনিতে নীল জোৎস্নায়।
রাত দিন আমি প্রহর গুনছি অবিরাম মমতায়
তোমাকে দেখার আর কত দিন, আর কত দিন বাকি?
২৭ আগস্ট ২০১৮
মাত্রাবৃত্ত ছন্দ