বোরহানউদ্দিনে জেলেদের মাছ আহরণ উত্তর পরিচর্যা ও সংরক্ষণ পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ

বোরহানউদ্দিনে জেলেদের মাছ আহরণ উত্তর পরিচর্যা ও সংরক্ষণ পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণে বক্তব্য রাখেন, বরিশাল বিভাগের মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক, আনিসুর রহমান তালুকদার।

সাগর চৌধুরীঃ আজ বৃহস্পতিবার সকালে বোরহানউদ্দিন উপজেলায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে “সমুদ্রে মৎস্য আহরণ কারী জেলেদের মাছ আহরণ উত্তর পরিচর্যা ও সংরক্ষণ পদ্ধতি” বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

সমুদ্রে মৎস্য আহরণ কারী জেলেদের মাছ আহরণ উত্তর পরিচর্যা ও সংরক্ষণ পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণে উন্নত গুনগত মানসম্পন্ন মাছ পৌঁছানোর জন্য আহরনের পর থেকেই সঠিক ভাবে পরিচর্চা করা, বরফ দেওয়া, প্লাস্টিকের বাক্সে রাখা, ডেকে মাছ রাখা, স্থান পরিস্কার রাখা, মাছ বাছাই ও ধৌতকরণ, ব্যাক্তিগত স্বাস্থ্যবিধি অনুসরন করা সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন দেওয়া হয়।

বরিশাল বিভাগের মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক, আনিসুর রহমান তালুকদার প্রধান অতিথি হিসেবে আজকের প্রশিক্ষণের শুভ উদ্ভোদন করেন।

আনিসুর রহমান তালুকদার প্রধান অতিথি হিসেবে আজকের প্রশিক্ষণে জেলেদের উদ্দেশ্য বলেন, আমরা সারাবিশ্বে মৎস্য আহরণে বিশেষ ভূমিকা রাখতে চাই। দেশের মৎস্য সম্পদ বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আনতে চাই। বর্তমান সরকার সমুদ্রগামী মৎস্যজীবিদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে।

এই সময়ে উপস্থিত ছিলেন, ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম।

বোরহানউদ্দিন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, আলী আহম্মদ আখন্দ (অতিরিক্ত দায়িত্ব) উপস্থিত ছিলেন।

আজকের প্রশিক্ষনে, সমুদ্রে মৎস্য আহরণ কারী জেলেদের মাছ আহরণ উত্তর পরিচর্যা ও সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে অবহিত কারি জেলেদের জন্য খাবার ও সম্মানির ব্যবস্থা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top