ভোলায় জলদস্যু আটক; মুক্তিপনের টাকাসহ অপহৃত দুই জেলে উদ্ধার

ভোলায় জলদস্যু আটক; মুক্তিপনের টাকাসহ অপহৃত দুই জেলে উদ্ধার

ভোলা জেলা প্রতিনিধিঃ ভোলায় অপহরণের দুই দিন পর মোঃ মনির (২২) ও করিম (১৮) নামে দুই জেলেকে ভোলার চর এলাকা থেকে উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা।

উদ্ধারকৃত জেলেরা লক্ষীপুর জেলার মজু চৌধুরী এলাকার বাসিন্দা।

ওই জেলেদের অপহরণ করে মুক্তিপনের টাকা নেওয়ার সময় মোঃ সাজু (৪০) নামে এক জলদস্যুকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে মুক্তিপনের জন্য নেওয়া নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়। সাজু ভোলা সদর উপজেলার ইলিশা এলাকার বাসিন্দা।

কোস্টগার্ড দক্ষিন জোনের অপানেশন অফিসার লে. ওয়াসিম আকিব জাকির জানান, গত রবিবার ১২ জানুয়ারি রাতে ভোলার চর মেঘনা নদীতে মাছ শিকার করছিল ওই দুই জেলেসহ ৬ জেলে। এসময় জলদস্যুরা তাদের উপর হামলা চালিয়ে ৪ জনকে আহত করে দুই জেলেকে অপহরণ করে নিয়ে যায়।

পরে মোবাইল ফোনের মাধ্যমে জেলেদের পরিবারের কাছে মুক্তিপন দাবী করেন। সোমবার দুপুরে ইলিশার জনতা বাজারে মুক্তিপনের টাকা লেনদেনের সময় জলদস্যু মোঃ সাজু (৪০) কে আমরা আটক করি।

তিনি আরো জানান, জলদস্যু সাজুর দেওয়া তথ্য অনুয়ায়ী আমর সোমবার রাতে ভোলার চরে অভিযান চালিয়ে হাত পা ও চোখ বাধা অবস্থায় মনির ও করিম নামে দুই জেলেকে উদ্ধার করি।

এসময় জলদস্যুরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top