সাংবাদিক গ্রেপ্তারে বিমান ছিনতাই!

সাংবাদিক গ্রেপ্তারে বিমান ছিনতাই!

আন্তর্জাতিক প্রতিবেদকঃ ফ্লাইট এফআর ৪৯৭৮। রায়ান এয়ারের বোয়িং ৭৩৭ বিমানটি গ্রিসের রাজধানী এথেন্স থেকে যাচ্ছিল লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসের দিকে। গন্তব্যে পৌঁছার অল্প কিছুক্ষণ আগে হঠাৎই বোয়িংটির পাশে হাজির হলো মিগ জঙ্গি বিমান। ঘুরে গেলো বিমানের গতিপথ। ভিলনিয়াসের পরিবর্তে বেলারুশের রাজধানী মিনস্কে জরুরী অবতরণে বাধ্য হচ্ছেন বলে জানালেন পাইলট।

এটা কোনো সিনেমার দৃশ্যপট নয়। রোববার (২৩ মে) এমনই সিনেমাটিক স্টাইলে রীতিমতো মিগ-২৯ যুদ্ধবিমান পাঠিয়ে ১২৬ জন যাত্রিসহ যাত্রিবাহী একটি বিমান ছিনতাই করে নিজ দেশে নিয়ে যান বেলারুশ প্রেসিডেন্ট লুকাশেঙ্কো।

শুধুমাত্র একজন ভিন্নমতাবলম্বী সাংবাদিককে গ্রেপ্তার করতে এই বিশাল যুদ্ধযজ্ঞ লুকাশেঙ্কোর। ২৬ বছর বয়সী সাংবাদিক রোমান প্রোতেসেভিচ বিগত ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী নেত্রী সেভতলানা

টিকানোভস্কিয়ার পক্ষে প্রচারণা চালিয়ে আলেক্সান্দার লুকাশেঙ্কোর কোপানলে পড়েন। তার আগেই ২০১৯ সাল থেকে ভিন্ন মত অবলম্বনের কারণে লিথুনিয়ায় নির্বাসিত ছিলেন তিনি।

১৯৯৪ সাল থেকে বেলারুশের ক্ষমতায় আসীন ৬৬ বছর বয়সী আলেক্সান্দার লুকাশেঙ্কো। বিগত ২০২০ এর নির্বাচন ও নির্বাচন পরবর্তী সময়ে লুকাশেঙ্কোর বিরুদ্ধে আন্দোলনে ভূমিকা রাখা নেক্সটা মিডিয়ার সম্পাদক ছিলেন প্রোতেসেভিচ। পরবর্তীতে নেক্সটা ছেড়ে টেলিগ্রাম চ্যানেল বেলামোভায় যোগ দেন তিনি। গত বছর জুনে বেলারুশ কর্তৃপক্ষ ব্লগার ইগর লোসিককে গ্রেপ্তার করলে তার বেলামোভায় তার শুন্যস্থান পূরণে এগিয়ে আসেন প্রোতেসেভিচ।

উল্লেখ্য, ২০২০’র নির্বাচনে রোমান প্রোতেসেভিচের সমর্থিত প্রার্থী সেভতলানা টিকানোভস্কিয়াকে পরাজিত করে আলেক্সান্দার লুকাশেঙ্কো পুনঃনির্বাচিত হলেও ব্যপক কারচুপি ও ভোট জালিয়াতির অভিযোগে প্রশ্নবিদ্ধ হয় নির্বাচন। বর্তমানে লিথুনিয়ায় নির্বাসিত টিকানোভস্কিয়ার সাথে একটি অর্থনৈতিক সম্মেলনে যোগ দিতে এথেন্স গিয়েছিলেন প্রোতেসেভিচ।

ফ্লাইট এফআর৪৯৭৮ তখন লিথুনিয়ার সীমান্তের কাছাকাছি বেলারুশের আকাশসীমায়। আইরিশ মালিকানাধীন রায়ান এয়ার এক বিবৃতিতে জানায়, বেলারুশ এয়ার ট্রাফিক কন্ট্রোল ‘বিমানটি নিরাপত্তা হুমকির মুখে রয়েছে’ জানিয়ে দিক পরিবর্তন করে নিকটবর্তী মিনস্ক বিমানবন্দরে অবতরনের জন্য বিমানের ক্রুদের নির্দেশ দেয়।

পাইলট মিনস্কে অবতরনের কথা যাত্রিদের জানালে প্রোতেসেভিচ বুঝতে পারেন কী ঘটতে চলেছে। ওভারহেড লাগেজ কম্পার্টমেন্ট থেকে ব্যাগ নিয়ে তাতে থাকা ল্যাপটপ ও মোবাইল ফোন তিনি এগিয়ে দেন পাশের সিটে বসা বান্ধবীর দিকে। প্রোতেসেভিচের বান্ধবী সোফিয়া সাপেগা রাশিয়ান নাগরিক এবং পেশায় ছাত্রী।

প্রোতেসেভিচের সাথে সাথে সাপেগাও আটক হয়ে থাকতে পারেন বলে প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানান।

মিনস্কে সাত ঘণ্টার অনভিপ্রেত যাত্রাবিরতি আর ভোগান্তি শেষে লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে পৌঁছে রয়টার্সের সঙ্গে কথা বলেন ফ্লাইটটির কয়েকজন যাত্রি।

মিনস্কে অবতরনের খবরে প্রোতেসেভিচকে আতঙ্কিত ও হতাশ দেখাচ্ছিল উল্লেখ করে তারা জানান, মিনস্কে অবতরণের পর রোমান প্রোতেসেভিচকে দ্রুততার সঙ্গে আলাদা করে তার লাগেজ তল্লাশি করতে শুরু করে পুলিশ। অন্য যাত্রীদের লাগেজেও তল্লাশি চলে। তল্লাশি শেষে বাসে করে যাত্রিদের টার্মিনালে নেওয়া হয়। সেখানে কয়েক ঘণ্টা অপেক্ষার পর বিমানে ওঠার সুযোগ পান তারা।

প্রোতেসেভিচ ছাড়াও আরও কয়েকজন আটক হয়ে থাকতে পারেন কারণ মিনস্ক থেকে ফেরার পথে বিমানে যাত্রি সংখ্যা ছিলো কম বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।
বেলারুশের রাষ্ট্রীয় বার্তাসংস্থা বেলটা (বেলারুশিয়ান টেলিগ্রাফ এজেন্সি) বলেছে, বোমা থাকার সন্দেহে রায়ানএয়ারের ওই ফ্লাইটের গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top