ভোলার বোরহানউদ্দিনে এসিল্যান্ড ছাড়া চলছে বছরের পর পর; প্রশাসক দেখেও না দেখার ভান।
সাগর চৌধুরীঃ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার এসিল্যান্ড (সহকারী ভূমি কমিশনার) পদটি প্রায় ৩ বছর যাবত শূণ্য রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে বোরহানউদ্দিন উপজেলার লক্ষ লক্ষ মানুষ।
উপজেলা এসিল্যান্ড অফিসে সরজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, বোরহানউদ্দিন উপজেলায় এসিল্যান্ড (সহকারী ভূমি কমিশনার) পদটি ৮-৪-২০১৬ ইং তারিখ হতে অদ্যবদি শূণ্য রয়েছে
এবং এখানে সর্বশেষ সহকারী ভূমি কমিশনার ছিলেন, মোহাম্মদ মনোয়ার হোসেন।
চরম ভোগান্তি এবং নানা রকম দুর্ভোগ পোহাতে হচ্ছে এ উপজেলার লক্ষ লক্ষ মানুষের।
ভূমি মালিকরা প্রয়োজনের তাগিদে জমির বিক্রি করতে গিয়ে নামজারীর এবং সই মহর খতিয়ানের জন্য দীর্ঘ দিন অফিসের বারান্দায় ঘুরতে হয়।
এই বিষয়ে প্রধান অফিস সহকারী জাহাঙ্গীরের কাছে জানাকে চাইলে তিনি বলেন, এই অফিসে
সহকারী ভূমি কমিশনার নাই দীর্ঘদিন ধরে। এছাড়া আমি আর কিছুই বলতে পারব না।
এর আগে পদটি অতিরিক্ত দায়িত্ব হিসাবে পালন করেছে উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আঃ কুদদূস।
এতে কম বেশি কিছু কাজ হলেও উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আঃ কুদদূস নির্বাহী কর্মকর্তা বদলির কারনে বর্তমানে দৌলতখান উপজেলা নির্বাহি কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা হিসাবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
দৌলতখান উপজেলা নির্বাহি কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ দুইটি উপজেলার প্রশাসনিক কাজের পাশাপাশি কতটুকু এ পদে সময় দিতে পারবে এ নিয়ে চিন্তিত রয়েছে উপজেলার লক্ষ লক্ষ মানুষ।
এ অফিসের ভূমি ভিপি সহকারী মোঃ রুবেল বলেন, সিনিয়ার স্যার কাকে নিয়োগ দিবেন তা আমরা বলতে পারি না। তবে আমাদের অফিসে দীর্ঘদিন কোন এসিল্যান্ড স্যার নাই।
এ শূণ্য পদটিতে এসিল্যান্ড দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অনুরোধ জানান, বোরহানউদ্দিন উদ্দিন উপজেলার মানুষ।