দৌলতখানের উত্তর জয়নগরে রাতের অন্ধকারে হামলার চেষ্টা
দৌলতখান প্রতিনিধিঃ দৌলতখান, উত্তর জয়নগর, ৮ নং ওয়ার্ডে সাজিবাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে রাতের অন্ধকারে ঘুমন্ত মানুষের উপড় হামলা চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে।
মমতাজ বেগম( ৪৫)-এর স্বামী- সফিউল ইসলাম অভিযোগ করছেন তাদের সাথে ৪০ সতাংশ জমি নিয়ে একই বাড়িতে মনির, কাসেম, নাছির সাজিদের সাথে দ্বন্দ্ব রয়েছে। বিভিন্ন সময় তারা ভয় ভীতি হুমকি ধামকি দিতো। তাদের জমি নিয়ে প্রায় ১ বছর মামলা বিচারাধীন রয়েছে। এর পূর্বে বসত ঘরের কাজ করার সময় তাদেরকে বাধা দেওয়া হয়। বর্তমানে বসত ঘরের কাজ চলমান থাকার কারণে কলেজ পড়ুয়া এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে রান্না ঘরে থাকেন তিনি। রান্না ঘরটি ভাঙাচুরা ও বাড়ির পিছনে বাগানের সাথে। প্রতিদিনের মতো শনিবার সবাইকে নিয়ে ঘুমিয়ে পড়েন রাত অনুমানিক ১টার দিকে। ঘরের সাথে মানুষের হাঁটা-হাঁটির শব্দে ঘুম থেকে জেগে পড়েন মমতাজ বেগম, দেখেন মুখুশধারী কিছু লোক জাল কেটে ঘরে ঢোকার চেষ্টা করছে। তাদের ডাক-চিৎকারে পাশের ঘরের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মমতাজ বেগমের স্বামী সফিউল ইসলাম জীবিকার তাগিদে ঢাকা থাকেন। এক ছেলে ও দুই মেয়ের মধ্যে বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। মনির সাজিদের দুই ছেলে বিদেশে থাকে। সেখানে বসে মোবাইলে পরিবারের সবাইকে শেষ করে দিবে বলে বিভিন্ন সময় হুমকি দিচ্ছে মমতাজ বেগমেকে।
একাধিক মামলা বিচারাধীন থাকার পরেও বিভিন্ন সময় পরিবারটির উপর হামলার চেষ্টা হয়েছে বলে বলছেন মমতাজ বেগম। তিনি দাবি করছেন সজাগ না থাকলে পরিবারের সবাইকে হয়তো শেষ করে দেওয়া হতো। তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। বিষয়টি নিয়ে পরিবারটি আতংকের মধ্যে রয়েছে। এলাকার লোকজনও উৎকণ্ঠায় রয়েছেন।