ভোলা বোরহানউদ্দিনে অভিন্ন প্রশ্নে পরিক্ষা হলো সব স্কুলের ছাত্র-ছাত্রীর।

13226865_1195001120565166_4999162714739169321_n

ভোলা বোরহানউদ্দিন থেকে সাগর চৌধুরীঃ

আজ বৃহস্পতিবার সকালে বোরহানউদ্দিন উপজেলায় পরিক্ষা শুরু হলো ৬ষ্ঠ শ্রেনী থেকে দশম শ্রেনী পর্যন্ত সকল স্কুল ও মাদ্রসা পড়ুয়া ছাত্র-ছাত্রীদের। অন্য অন্য বছরের তুলনায় এবার প্রথম নিজস্ব সৃজনশীল প্রশ্ন পত্র প্রনয়ন পদ্ধতিতে পরিক্ষা দিচ্ছে এই উপজেলার ছাত্র-ছাত্রীরা। অন্য অন্য বছর গুলোতে প্রশ্নপত্র ক্রয়ের মাধ্যমে পরিক্ষা নেওয়া হতো।

বিভিন্ন স্কুলে পরিক্ষা কেন্দ্রে ছাত্র-ছাত্রীদের মাঝে আনন্দ মুখর উপস্থীতি লক্ষ্য করা গেছে। তবে প্রথম নিজস্ব সৃজনশীল প্রশ্ন পত্র প্রনয়ন পদ্ধতিতে পরিক্ষা কেমন হবে, এমন প্রশ্নে অনেক ছাত্র-ছাত্রীই কোন উত্তর করতে পারেনি।

19866201_1620958637969410_2048218411_n

পরিক্ষা কেন্দ্রে ছাত্র-ছাত্রীদের পরিক্ষা দেখছেন, শিক্ষক সমিতির সভাপতি বোরহানউদ্দিন শাখা, মোঃ বশির আহাম্মেদ।

তবে এমন প্রশ্নে নাম প্রকাশ না করা শর্তে অনেক শিক্ষকরা বলেন, ইউএনও স্যার মহতী উদ্যোগ নিয়েছেন। ছাত্র-ছাত্রীরা প্রথম ভালো রেজাল্ট না করলেও পরবর্তীতে অনেক ভালো করবে। কিন্তু ভিন্নমত আছে শিক্ষক সমিতির অনেক নেতার।

মাদ্রসার ছাত্র-ছাত্রীরাও গভীর মনোযাগী তাদের পরিক্ষা নিয়ে, প্রথম নিজস্ব সৃজনশীল প্রশ্ন পত্র প্রনয়ন পদ্ধতিতে পরিক্ষার আগে, কেমন লাগছে এমন প্রশ্নে ফারহান নামের বোরহানউদ্দিন আলিয়া মাদ্রাসার ছাত্র বলেন, প্রশ্ন যেমন হোক আমরা পরিক্ষা দিব এবং ভালো রেজাল্ট করব ইনশআল্লাহ।

19848906_1620957604636180_1128567270_n

পরিক্ষা কেন্দ্রে ছাত্র-ছাত্রীদের পরিক্ষা দেখছেন, বোরহানউদ্দিন আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যক্ষ আবুল হাসান মোঃ অলিউল্লাহ।

বোরহানউদ্দিন উপজেলার ইউএনও মোঃ আঃ কূদ্ দূস।

প্রশ্ন প্রনয়ন সম্পর্কে বোরহানউদ্দিন উপজেলার ইউএনও মোঃ আঃ কূদ্ দূস বলেন, শিক্ষকদের মাধ্যমেই প্রশ্ন প্রনয়ন করা হয়েছে। আশা করি ভালো ফলাফল হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top