তজুমদ্দিনে যথাযোগ্য মর্যাদায় ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

তজুমদ্দিনে যথাযোগ্য মর্যাদায় ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

সাদির হোসেন রাহিমঃ একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভোলার তজুমদ্দিনে শহীদ মিনারে মানুষের ঢল নামে। ফুলে ফুলে ভরে ওঠে শহীদবেদি। এসময় নৈরাজ্য-নাশকতার বিরুদ্ধে মুক্তিকামী মানুষ আবদ্ধ হন ঐক্যের বন্ধনে। সন্ত্রাস-দুর্নীতির বিরুদ্ধে স্লোগান, জেগে ওঠার আহ্বান আর বদলে যাওয়ার জয়গানে মুখরিত হয়ে ওঠে শহীদ মিনার চত্বর।

রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, তজুমদ্দিন শিল্পকলা একাডেমী, তজুমদ্দিন প্রেসক্লাব, সৃজনশীল অগ্রগামী উন্নয়ন সংসদ, মানব সেবা সংগঠন, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সহ তজুমদ্দিন উপজেলার অন্যান্য সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন।

এদিকে আজ রবিবার সকালে তজুমদ্দিন উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও র্যালীর আয়োজন করা হয়।

র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ জিয়াউল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top