ভাষা শহিদদের প্রতি বিনম্রচিত্তে শ্রদ্ধা নিবেদন করেন সাংসদ লিয়াকত হোসেন খোকা
সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ -৩ আসনের সাংসদ ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা।
আজ রবিবার (২১ফেব্রুয়ারি) ভোরের প্রথম প্রহরে তিনি সোনারগাঁ কেন্দ্রীয় শহিদ মিনারে বিনম্রচিত্তে পুষ্পস্তবক অর্পন করেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির আহবায়ক এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, যুগ্মআহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, সদস্য আবু জাফর চৌধুরি বিরু, আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহ মোঃ সোহাগ রনি এবং জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী।
এ সসময় তিনি বলেন, রক্তস্নাত ভাষা আন্দোলনের পথ ধরে পাওয়া রাষ্ট্রভাষা প্রাপ্তির দিন হচ্ছে মহান শহিদ দিবস। একইসঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন রফিক, সালাম ,বরকত, সফিউর জব্বারসহ অনেকে। তাদের রক্তে শৃঙ্খলমুক্ত হয়েছিল মায়ের ভাষা।বাঙ্গালি জেনেছিল তাদের বর্ণমালা যা এখন কেবলই তাদের একান্ত,যা কেড়ে নিতে পারবে না শাসকেরা। আমরা সেই সকল ভাষা শহিদদের অবদান বিনম্রচিত্তে স্মরণ করি।