জেলা প্রতিনিধিঃ চার প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ময়মনসিংহের হালুয়াঘাটে নিয়মিত বাজার অভিযানের অংশ হিসেবে চার প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ময়মনসিংহ জেলা কার্যালয়।
সোমবার বিকালে উপজেলার ধারাবাজার এলাকায় অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং মেয়াদে টেম্পারিং করাসহ ভোক্তাবিরোধী কার্য পরিচালনার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী চারটি প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার জরিমানা করা হয়। এর মধ্যে ঝর্ণা সুইট নামীয় মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা, রাদ ফার্মাকে ১০ হাজার, বসাক মেডিকেল হলকে ৩০ হাজার ও একটি মুদি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) শাহ আলম।
সঙ্গে ছিলেন হালুয়াঘাট উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর (নিরাপদ খাদ্য পরিদর্শক) আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যরা।