শুকতারা
মোঃ আঃ কুদদূস
সুখের পাখি সুপ্রভাতে আসে
সূর্যের সাথে অবিরাম হাসে
গোধূলী লগ্নে অদৃশ্য মায়ায়
মমতার বাঁশি সুর হারায়।
পাখির ডাকে পরী আসে ছুটে
শিশিরে আঁধার নিমিষে টুটে
চোখে দেখি চোখের লোনা জল
এই শুকায়, এই টলমল।
পাখির ডাকে শত ব্যঞ্জনায়
প্রাণ হাসে সুরের মূর্ছনায়
দ্বারে জীবনের পরশ খুঁজে
মুগ্ধতা রেখে যাই চোখ বুজে।
শুকতারা ভোরে সুখ বিলায়
রাতে ফিনফিনে আলো ছড়ায়
নিরালে নিরবে সে আলো হেরি
প্রতিটি দিন তার প্রেমে পড়ি।
দিনের আকাশে অনেক আলো
শুকতারা হয় উদাস কালো
সূর্যের আলো করে জ্বলমল
তবু সে আলোর মায়া অটল।
গ্রহের ঘুরে চলে দিবানিশি
নিজের কক্ষপথে বসি বসি
সুখ সন্ধান করে দিয়ে আলো
শুকতারা, রেখো মোদেরে ভালো।
১১ ডিসেম্বর ২০১৮
একাবলি ছন্দ।