লালমোহন পৌরসভার মেয়র তুহিনের বিরুদ্ধে মামলা

PicsArt_01-04-07.15.30.jpg

লালমোহন পৌরসভার মেয়র তুহিনের বিরুদ্ধে মামলা

সাগর চৌধুরীঃ লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

আজ ৪ জানুয়ারী ২০২১ ইং ভোলার সিনিয়র স্পেশাল জজ এ,বি,এম মাহমুদুল হক এর আদালতে লালমোহন পৌর আওয়ামীলীগের আহ্ববায়ক সফিকুল ইসলাম (বাদল) বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলা দায়ের করার কারণে লালমোহনের স্থানীয় লোকজন এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মধ্যে একটি মিশ্র পতিক্রিয়া লক্ষ করা যায়।

ভোটারদের স্বতস্ফূর্ত ভোটের ফলে গত বছর পৌর পিতার আসনে দ্বিতীয়বারের মতো বসেছেন আওয়ামী লীগের প্রার্থী এমদাদুল ইসলাম তুহিন।

দীর্ঘ ৯ বছর পর ভোলার লালমোহন পৌর সভায় প্রথম বারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ পদ্ধত্বিতে ভোট দিয়েছেন ভোটাররা।

আজকের মামলা হওয়ার বিষয়টি সম্পর্কে লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিনের সাথে যোগাযোগ করা হলে, তিনি মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এর আগেও আমার বিরুদ্ধে যড়যন্ত্র করে কতিপয় আওয়ামী লীগের ভেতর বহিরাগতরা মামলা করেছিল। কিন্তু মহান আল্লাহর তায়ালার বিশেষ রহমতে সেই মামলা থেকে তদন্ত করে আমার নামে কিছুই পায়নি। তেমনি এবারও একটি কুচক্রী মহল আমার নামে মামলা করেছে।

আজ লালমোহন পৌরসভায় একটি মহল এসে কর্মকর্তা ও কর্মচারীদের আমার বিষয়ে বিভিন্ন বিভিন্ন হুমকি দামকি দিয়ে যায়, যেন কোন কাজে তারা আমাকে সাহায্য ও সহযোগিতা না করে। এই বিষয়টি আমাদের প্রান প্রিয় নেতা, এমপি শাওন ভাইকে জানিয়েছি, ভোলার জেলা প্রশাসককে জানিয়েছি এবং ভোলা জেলার  পুলিশ সুপার কেও জানিয়েছি৷

তিনি আরও বলেন, আওয়ামী লীগ কার্ড ধারী কিছু বিএনপির দালাল চক্র তারেক রহমানের অনুসারীরা আমার নামে সাধারণ মানুষের মাঝে ভ্রান্ত ধারনা তুলে ধরতে ধরছি, ইনশাআল্লাহ এর মুখোশ উম্মেচন হবে।

ভোলা জেলার জেলা জজ এবিএম মাহমুদুল হক এর বরাবর করা মামলায় বরিশাল আঞ্চলিক দুদক কার্যালয়কে তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top