গণধর্ষণ – মিয়ানমারের সেনাদের বিরুদ্ধে রাখাইন নারীর ‘বিরল জয়’
আন্তর্জাতিক প্রতিবেদকঃ মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে গণধর্ষণের মামলা করে বিরল আইনি জয় পেলেন রাখাইন রাজ্যের থিয়েন নু নামের এক নারী।
প্রায় এক মাস আইনি লড়াইয়ের পর এই জয় পেলেন তিনি। মিয়ানমারে সেনাবাহিনীর প্রভাব বেশি থাকায় এই জয়কে বিরল হিসেবেই দেখা হচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, থিয়েন নু’র গণধর্ষণের মামলায় তিন সেনা সদস্যকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
জানা গেছে, গত জুনে মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যে চার সন্তানের জননী থিয়েন নু মিয়ানমারের সেনা সদস্যদের দ্বারা গণধর্ষণের শিকার হন।
মামলায় জয় পাওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বার্তা সংস্থা এএফপিকে থিয়েন নু বলেন, আমার মতো অনেক নারী ইতিমধ্যে একই জিনিস সহ্য করেছেন।
এর আগে মিয়ানমার সেনাবাহিনী এই গণধর্ষণের ঘটনা অস্বীকার করেছে।
এই সংবাদ আন্তজার্তিক গণমাধ্যম থেকে কপি করা।