দুদক আজ ১৭টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ
সাগর চৌধুরীঃ দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে সারাদেশে আজ ১৭টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ (৩টি অভিযান, ১৪ দপ্তরে পত্র প্রেরণ) করা হয়েছে।
ক্যান্সার, লিভার সিরোসিস, হৃদরোগসহ বিভিন্ন রোগের চিকিৎসার জন্য অসচ্ছল ব্যক্তিদের সহায়তার জন্য সরকারিভাবে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগে গতকাল ১১-১১-২০২০ তারিখে একই সাথে দুদকের দুই জেলা কার্যালয় হতে সমাজসেবা অধিদপ্তরের প্রধান কার্যালয় ও নড়াইল জেলা কার্যালয়ে অভিযান পরিচালিত হয়েছে।
দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ হতে অভিযানকালে রাজধানীর টিম অভিযোগ সংক্রান্ত ২০১৭-১৮ ও ২০১৯-২০ অর্থবছরের চিকিৎসা সহায়তা প্রদানের তথ্য সংগ্রহ করে।
সংগৃহীত তথ্য অনুযায়ী প্রদানকৃত ভাতায় নামের অনেক অনিয়ম পাওয়া যায়। একই নাম একাধিক তালিকায় রয়েছে এমন অনিয়ম দেখতে পায় দুদক টিম। এছাড়াও একই অর্থ বছরে একাধিকবার ভাতা প্রদান করা হয়েছে এমন প্রমাণও পাওয়া যায়।
একই অভিযোগে যশোর জেলা কার্যালয় হতে সমাজসেবা অধিদপ্তরের নড়াইল কার্যালয়ে অপর একটি অভিযান পরিচালিত হয়।
যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মাহফুজ ইকবালের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযান ২টিতে অভিযোগ সমূহের প্রাথমিক সত্যতা পাওয়ায় টিম বিস্তারিত অনুসন্ধানের সুপারিশ করে কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবে।
এছাড়াও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, নাটোর এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে সড়ক উন্নয়ন কাজের বাজেয়াপ্ত হওয়া টেন্ডার সিকিউরিটির অর্থ আত্মসাৎ ও সড়ক ও জনপথ বিভাগ, নাটোর–এর কর্মকর্তাদের বিরুদ্ধে শ্রমিক-কর্মচারীদের কোয়ার্টার সংস্কার দেখিয়ে লক্ষ লক্ষ টাকা উত্তোলনপূর্বক আত্মসাৎ এবং সাব-রেজিস্ট্রার নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়ার বিরুদ্ধে ঘুষের বিনিময়ে অনিয়মের মাধ্যমে দলিল সম্পাদনের অভিযোগে
আজ ১২-১১-২০২০ তারিখে যথাক্রমে দুদক সমন্বিত জেলা কার্যালয় রাজশাহী হতে ২টি এবং কুমিল্লা কার্যালয় হতে ০১টি অভিযান পরিচালিত হয়েছে।