অস্ত্র মামলায় অবসরপ্রাপ্ত কর্নেল সহিদুল সহ ৪ জনের যাবজ্জীবন

PicsArt_11-10-05.27.48.jpg

অস্ত্র মামলায় অবসরপ্রাপ্ত কর্নেল সহিদুল সহ ৪ জনের যাবজ্জীবন

আদালত প্রতিবেদকঃ মহানগর দায়রা জজ আদালত, ঢাকা। অস্ত্র মামলায় অবসরপ্রাপ্ত কর্নেল সহিদুল ইসলাম খান ও তার স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, সৈয়দ আকিদুল ইসলাম, খোরশেদ আলম, অবসরপ্রাপ্ত কর্নেল সহিদুল ইসলাম খান ও তার স্ত্রী।

সৈয়দ আকিদুল ইসলাম ও খোরশেদ আলম বর্তমানে কারগারে রয়েছেন। অবসরপ্রাপ্ত কর্নেল সহিদুল ইসলাম খান ও তার স্ত্রী পলাতক। অপর আসামি জহিরুল ইসলাম মামলা চলাকালে মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেয়া হয়।

তিনি বলেন,২০১৯ সালের জানুয়ারি কর্নেল সহিদুলের ক্যান্টনমেন্টের ডিএসএসের বাসায় অস্ত্র ও গুলি পাওয়ার ঘটনায় মামলাটি করা হয়। মামলায় নয় জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ এ রায় ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top