সেনাবাহিনীকে ২০ ঘোড়া ও ১০টি কুকুর উপহার দিল ভারতীয় সেনাবাহিনী
বিশেষ প্রতিবেদকঃ শুভেচ্ছা উপহার হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ২০টি ঘোড়া ও ১০টি কুকুর বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। বেনাপোল চেকপোস্ট দিয়ে এসব ঘোড়া ও কুকুর বাংলাদেশে আনা হয়েছে। উপহারস্বরূপ এগুলো দেয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় ভারতের উত্তর প্রদেশের ১৭ পদাতিক সেনানিবাসের মেজর জেনারেল এন এস খুরুর বাংলাদেশ ৫৫ পদাতিক সেনাবাহিনীর মেজর জেনারেল হুমায়ন কবিরের কাছে নোম্যান্সল্যান্ডে এসব ঘোড়া ও কুকুরগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
এ বিষয়ে সাভার ক্যান্টনমেন্টের কর্নেল বেলায়েত হোসেন বলেন, ভারতের উত্তর প্রদেশ সেনানিবাস থেকে ঘোড়া ও কুকুরগুলো প্রথমে কলকাতা সেনানিবাসে আনা হয়। পরে দুপুর ১টার দিকে পেট্রাপোল বিএসএফ ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে হস্তান্তর করা হয়।
জানা গেছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৫০টি ঘোড়া বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসেবে দেবে ভারতীয় সেনাবাহিনী। তার প্রথম চালানের ২০টি ঘোড়া আজ বাংলাদেশে এসেছে। ঘোড়া ও কুকুরগুলো সাভার ক্যান্টনমেন্ট নেয়া হবে।