মসজিদে শিশু ধর্ষণ, মাদরাসার শিক্ষক মোজাম্মেল গ্রেফতার
জেলা প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে একটি মাদরাসার মক্তবে এক মাসে চারবার ধর্ষণের শিকার হয়েছে ১১ বছরের এক শিশু।
গনমাধ্যমে এ বিষয়ে জানতে পেরে অভিযুক্ত শিক্ষক মোজাম্মেল হককে (৫৫) গ্রেফতার করেছে র্যাব।
রোববার (১ নভেম্বর) রাতে তাকে কুমিল্লার দেবীদ্বার থেকে গ্রেফতার করে র্যাব-৭।
মোজাম্মেল হক স্থানীয় ফোরকানিয়া মাদরাসার শিক্ষক। ওই মাদরাসার মসজিদের মক্তবে পড়ত শিশুটি।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭-এর এএসপি মাহমুদুল হাসান মামুন।
তিনি জানান, পত্রিকায় প্রকাশিত সংবাদমাধ্যমে র্যাব জানতে পারে, চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন চাম্বল এলাকায় ১১ বছরের একটি শিশু একাধিকবার ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে স্থানীয় ফোরকানিয়া মাদরাসার শিক্ষক মোজাম্মেল হকের বিরুদ্ধে বাঁশখালী থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় মো. মোজাম্মেল হককে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন মোজাম্মেল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
এএসপি মাহমুদুল হাসান মামুন বলেন, চাম্বল এলাকার ওই ফোরকানিয়া মাদরাসার মক্তবে পড়াতেন মোজাম্মেল হক। প্রতিদিন ভোর ৬টা থেকে ৮টা পর্যন্ত চলত পাঠদান। এরপর অন্যদের ছুটি দিয়ে মসজিদ পরিষ্কারের নামে রেখে দিতেন তার পছন্দের কোনো এক ছাত্রকে। মামলা দায়েরের পর তিনি পালিয়ে যান। কিন্তু র্যাব-৭ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, আসামি মোজাম্মেল হক কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন পাওন্নারপুল এলাকায় তার আত্মীয়ের বাসায় আশ্রয় নিয়েছেন। রাতে অভিযান চালিয়ে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।