ফাইল ছবি
শেখ হাসিনার হাতে দেশের মানুষ নিশ্চিন্ত ও নিরাপদ – প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি
বিশেষ প্রতিবেদকঃ তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে যে দেশের মানুষ নিশ্চিন্ত ও নিরাপদ তারই বহিঃপ্রকাশ মন্ত্রীসভায় ধর্ষণের সর্বোচ্চ সাজা রেখে আইনের নীতিগত অনুমোদন।
আজ সোমবার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ধর্ষণ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের মানুষের মুক্তির জন্য আওয়ামী লীগ গঠন করেছিলেন, আওয়ামী লীগ এ দেশের মানুষের আবেগ, অনুভূতি ও ভালোবাসা দিয়ে গড়া। এ দল মানুষের কল্যাণের বাইরে কিছুই চিন্তা করে না। তাই যারা ধর্ষণের প্রতিকার না চেয়ে একে ইস্যু বানিয়ে সরকারকে বেকায়দায় ফেলতে চায় জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিরোধ করা হবে।
বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তৃতা করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, ব্যারিস্টার তুরিন আফরোজ, অধ্যাপক মামুন আল মাহতাব স্বপ্নীল, প্রফেসর মাহবুবুর রহমান প্রমুখ।
সমাবেশে ধর্ষণ রোধ আইনের সংস্কারে সাত দফা সুপারিশমালা উত্থাপন করা হয়।