কী করি – শাহানা সিরাজী
দিনে দিনে বাড়ছে বয়স কমছে সাধের আয়ু
চুল পেকেছে ঝুল ঝুলেছে ঘুরছে মাথার বায়ু
হাঁটতে গিয়ে পড়তে চাই চলতে গিয়ে ঢুলি
বলতে কথা ঠোঁট নড়ে না হাতে দুখান রুলি
ফুলকুঁড়িরা মেলছে পাখা চাঁদের সাথে দোল
আয় লো তোরা আয় লো সখি মনের কথা বল
আলো -বাতাস -মাটি -জলে কতো ঢংএর গাও
আমার না হয় ভাটিবেলা তুই তো উজান নাও
জলের সাথে জলের মিলন ফুলের সাথে ফুল
মাছের সাথে মাছের মিলন নদীর সাথে কূল
আমি থাকি তোর আশাতে তুই যে মনের ভুল
তোরই মাঝে বাঁচা আমার তুই যে কানের দুল!
দিনে দিনে হচ্ছে ক্ষয় ধুসর চোখের গো-ধুলি
তবু শখের সাধ মিটে না তোকে নিয়ে কী করি!!
শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর (সাধারণ)
পিটিআই, মুন্সীগঞ্জ
কবি প্রাবব্ধিক ও কথা সাহিত্যিক।