স্যাড বলেই কিছুই নেই – শাহানা সিরাজী
স্যাড মিউজিক কেন হলো নাম!
স্যাড বলেই কিছু নেই
সবই সময়
যখন যেমন
তারেই ধরি
আঁকড়ে কামড়ে চিমড়ে ঠুমরে
স্যাড বলেই কিছু নেই
ওখানেই উড়ে শব্দ-বর্ণ- গন্ধ- ছন্দ
কী নিতে যাও!
মুঠো মুঠো নাও
সঞ্চার করো প্রাণ
যেতে চাও?
যাও,
যেতে যেতে যেতে
পেয়ে যাবে
ঝলমলে রোদ কিংবা হুম হুম বৃষ্টি-ঝড়
রোদে রৌদ্রস্নান
ঝড়ে ভেজা স্নান
আনন্দ সবখানে
যা নেবে তাই রত্ন
যা রাখবে তাই সঞ্চয়
যা গিলবে তাই খাদ্য…
সময়ের নির্মম ছুরিকাঘাতে
নুইয়ে পড়ো না
উচ্ছ্বসিতও হইও না
স্থির থাকো-
আর একটি দিন দেখবে বলে…
শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর পিটিআই
মুন্সীগঞ্জ
কবি প্রবন্ধকার ও কথা সাহিত্যিক