তোমার পাশে বসে থাকি – আনিসুল হক
তোমার পাশে বসে থাকি
তাতেই আমার ভালো লাগে
তোমার পাশে একটু থাকি
তাতেই আমার ভালো লাগে
তোমার কাছে বসে থাকি
ছায়াকে পাই মায়াকে পাই
উঠতে আমার ইচ্ছা হয় না
বসেই থাকি বসেই থাকব
তোমার পাশে একটু বসি
তাতেই আমার ভালো লাগে
আর একটু ক্ষণ আর একটু ক্ষণ
থাকতে চায়, মানে না মন
সঙ্গ তোমার ছাড়ে না মন
মায়া তোমার ছাড়া যায় না
ওঠ ওরে মন উঠে আয় না
পায়ের নিচে পাথর বাঁধা
তোমার কাছে বসেই থাকি
সঙ্গ এতো আসক্তিময়
সঙ্গলোভে বসে থাকি
যাক বয়ে যাক অসীম সময়
মধুর মতো লেপ্টে থাকি
আমি তোমার পোষা পাখি
মাথার ওপর ছায়ার মতন
উড়তে থাকি উড়ছি নাকি
তোমার পাশে একটু থাকি
তোমার পাশে একটু বসি
সান্নিধ্যের তীব্র চাওয়া
মনের পালে লাগল হাওয়া
ফিরতে হবে পারছি না রে
ফল কী ফিরে বসেই থাকি
তোমার কাছে বসে থাকতে
আমার ভীষণ ভালো লাগছে
তোমার কথা ভাবতে আমার
কেন এত ভালোই লাগছে
তোমার কথা কইতে আমার
নেশার মতন কেন লাগছে
তোমার পাশে একটু বসি
চিরকাল কি বসা যাবে
দিন ফুরালে সন্ধ্যা হলে
তোমার পাশে বসা যাবে
সাঁঝফুরালে আঁধার রাতে
তোমার পাশে থাকা যাবে
চাঁদের আলোয় রক্ত ঝরে
রক্ত জুড়ে আমায় পাবে
তোমার সঙ্গে গল্প করতে
তোমার পাশে বসে থাকতে
তোমার কথা কেবল ভাবতে
তোমার চলে যাওয়া সত্ত্বে
তোমাকে কেন যাপন করি
কেন কেবল তুমি সত্যি
একটুখানি বসতে দিও
তিনটা জীবন বসতে দিও
ওগো আমার প্রভু প্রিয়
জরুরি কাজ সবার থাকে
তোমারগুলো কাল করিও
আনিসুল হক
সিনিয়র সাংবাদিক
কবি ও সাহিত্যিক