পদত্যাগেই শেষ হয়ে যাবে সব – সুপন রায়
পার পেয়ে যাবেন সকল অপরাধ ও দুর্নীতি থেকে ?
তার বিরুদ্ধে জনমত তীব্র হয়ে ওঠে | বুদ্ধিমান তিনি | ভুমিকম্পের আগে যেমন পাখী টের পায়, তেমনি টের পেয়ে যান তিনি |
তার টিকে থাকার দিন ঘনিয়ে আসছে | তাকে অপশাসনের প্রস্তুতি শুরু হতে যাচছে |
অপমানের হাত থেকে বাঁচার জন্য সন্ধানীর প্রতিষ্ঠাতা ডাক্তার ডিজি সকাল বেলায় গিয়ে জমা দিলেন পদত্যাগ পত্র | অথচ, কত দম্ভ দেখিয়েছিলেন !!!
নিয়োগ পত্র হাতে তুলে ধরে সাংবাদিকদের বলেছিলেন, সচিব পদ মর্যাদায় তার নিয়োগ | তাকে সরানো যাবে না | কত ক্ষমতা রে বাবা |
ডাক্তার সাহেব ভুলে গেছেন, সংবিধান আসলে সকল ক্ষমতার মালিক করেছে কেবলই জনগনকে | আপনি কেবলই সেবক |
অহংকার পতনের মুল | ছোট বেলায় পড়েছি | মোরাল সংকটে এখন প্রধান সংকট | জাগিয়ে তুলতে হবে ।
শুরু করতে হবে নতুন করে মৌলিক ও গভীর তদন্ত | দেশের জন্য, মানু্ষের জন্য, এ দেশের মানুষের বহু কষ্টে গড়া সম্পদ রক্ষার জন্য তদনত দরকার | জানা দরকার | ২৯ হাজার কোটি টাকার বাজেট ঘোষিত হল এই খাতের জন্য | একে রক্ষা করতে হবে |
তাই তদন্ত হওয়া দরকার | চেয়ারে বসিয়ে তদন্ত হয় না | এখন শুরু করে দিতে হবে | গড়ে তুলতে হবে SYSTEM| ব্যক্তি আসবে,এবং যাবে | থেকে যাবে System |
সমন্বয়হীনতা | জাতিকে মিথ্যা তথ্য দেয়া | এবং পদে পদে দুর্নীতি | নিবন্ধনবিহীন হাসপাতালের সাথে চুক্তি করা | মারাত্মক সব অভিযোগ তার বিরুদ্ধে | সুরাহা করতে হবে |
CMHD Director তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ করে গেছেন | লিখিত অভিযোগ | তার কিসের এত দমভ ছিল ! কে ছিল খুঁটি? আমরা জানি | তদন্ত করুন |
কেবল তিনি একা নন | তার সাথে আরো অনেকে | আগের সচিব | অযোগ্যতাও অপরাধ সমতুল্য | অদক্ষতাও | যে কাজ পারবেন না তা ধরে রাখবেন কেন ? বসে থাকবেন কেন ওই চেয়ারে ? Self assessment কেন থাকবে না আপনার ?
সৎ, যোগ্য, দক্ষদের নিয়োগ দেবার বিনীত অনুরোধ জানাচ্ছি | করোনা থেকে শিক্ষা নিন| জীবন মরন সমস্যা থেকে শিখুন | প্লিজ |
সুপন রায়
সিনিয়র গণমাধ্যম কর্মী