সাবেক সংসদ সদস্য নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

চরফ্যাশনে সাবেক সংসদ সদস্য নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত৷

চরফ্যাশন(ভোলা) প্রতিনিধিঃ ভোলা-৪ চরফ্যাসন-মনপুরা আসনের আওয়ামীলীগ দলীয় সাবেক সংসদ সদস্য, চরফ্যাসন সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম,এম নজরুল ইসলামের ২৮তম মৃত্যু বার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ভোলা- ৪ আসনের সংসদ সদস্য সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মরহুম অধ্যক্ষ এম এম নজরুল ইসলামের জ্যেষ্ঠপুত্র।

বৃহষ্পতিবার (১৭সেপ্টেম্বর) অধ্যক্ষ মিয়া মোহাম্মদ নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে মরহুমের পরিবার, অধ্যক্ষ নজরুল ইসলাম ফাউন্ডেশন, উপজেলা আওয়ামীলীগ এবং চরফ্যাসন সরকারী কলেজ,চরফ্যাসন প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মরহুমের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, মরহুমের কবর জিয়ারত, শোকর‌্যালী, কোরআন খানি দোয়া মোনাজাত, হাফেজি মাদ্রাসা ও এতিমখানায় খাবার বিতরণ এবং উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচী পালন করেছেন৷

দুপুর ১২টায় চরফ্যাশন কলেজ রোড আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মরহুমের স্মৃতিচারণে এক আলোচনা সভার আয়োজন করেন উপজেলা আওয়ামী লীগ৷

সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান জয়নাল আবদীন আখন, বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ উপস্থিত ছিলেন৷ অন্যান্যদের মধ্যে উপজেলা যুবলীগের সভাপতি সাইদুর রহমান স্বপন, প্রেসক্লাবের সভাপতি ও কুকরি মুকরি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, প্রেসক্লাব ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম মিলিটারি ও উপজেলা শ্রমিক লীগ, ছাত্রলীগ, ওলামা লীগসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷

অনুষ্ঠানে বক্তারা মরহুম অধ্যক্ষ এম এম নজরুল ইসলামের স্মৃতিচারণে বলেন, চরফ্যাসনের গোলাপ ফুল নামে খ্যাত অধ্যক্ষ নজরুল ইসলাম ১৯৪৩ সালের ১৬ অক্টোবর তৎকালীন বরিশাল জেলার ভোলা মহনকুমার লালমোহন থানার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের চাদঁপুর গ্রামে জন্মগ্রহন করেন।

তার পিতার নাম আবদুল হাকিম পন্ডিত এবং মাতার নাম জরিফা খাতুন৷ তিনি চরফ্যাসন টাফন্যাল ব্যারেট (টিবি) মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক, চরফ্যাশন সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং ১৯৬৯ সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন পদে নিয়োগ পান।

কিন্তু চরফ্যাসনের মানুষের দাবীর প্রেক্ষিতে তিনি সেনাবাহিনীতে যোগদান করেননি৷ ১৯৭৯ সালে
বাকেরগঞ্জ-৩(চরফ্যাসন-লালমোহনের কিছু অংশ নিয়ে গঠিত) আসন এবং ১৯৯১ সালে দ্বিতীয়বারের মতো ভোলা-৪ (চরফ্যাসন-মনপুরা) সংসদীয় আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৯২ সালের ১৭ ই সেপ্টেম্বর সকলকে কাঁদিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ আজ চরফ্যাশন বাসী গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছেন মরহুম অধ্যক্ষ এম এম নজরুল ইসলামকে৷

আমরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top