ভোলা জেলা জজকে হেলিকপ্টারে নেওয়া হল ঢাকায়

PicsArt_06-21-09.54.36.jpg

ভোলা জেলা জজকে হেলিকপ্টারে নেওয়া হল ঢাকায়

জেলা প্রতিনিধিঃ করোনায় আক্রান্ত ভোলা জেলা ও দায়রা জজ এবিএম মাহমুদুল হকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়েছে।

আজ রোববার রাত ৯ টায় তেজগাঁওয়ে বিমান বাহিনী ঘাঁটি বাশার-এ হেলিকপ্টারটি অবতরণ করেছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

সেখান থেকে রাত ৮টা ৫০ মিনিটে এবিএম মাহমুদুল হককে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) নেয়া হয়েছে বলে জানায় আইএসপিআর।

এর আগে আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম বলেন, এবিএম মাহমুদুল হকের শারীরিক অবস্থার অবনতির বিষয়টি আইনমন্ত্রী আনিসুল হককে জানানো হলে তিনি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের সঙ্গে কথা বলে তাকে দ্রুত ঢাকায় আনার ব্যবস্থা করেন। রাজধানীর ইউনিভার্সেল মেডিকেলে তার চিকিৎসা করা হবে। তিনি গত ১২ জুন থেকে করোনার উপসর্গে ভুগছিলেন এবং ভোলার নিজ বাসা থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top