চরফ্যাশনে সাংবাদিক আমির হোসেনকে হুমকি
চরফ্যাশন প্রতিনিধিঃ চরফ্যাশন প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক যুগান্তর চরফ্যাশন (দক্ষিণ) প্রতিনিধি এম আমির হোসেনকে হুমকী দিয়েছেন চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াদ সিকদার।
তারা সরকারি খাস জমিতে ফাউন্ডেশন নিয়ে ঘর উত্তোলন করেন এমন অভিযোগের ভিত্তিতে বুধবার আছরবাদ সহকারী কমিশনার ভূমি শাহীন মাহমুদ, সাভেয়ার নিয়ে ঘটনা স্থলে গেলে ওই সময় সাংবাদিক আমির হোসেন ও প্রেস ক্লাবের সদস্য মাহবুর রহমান উপস্থিত ছিলেন।
এই সময় রিয়াজ সিকদার প্রকাশ্যে সাংবাদিক আমির হোসেন নাম উল্লেখ করে হুমকী প্রদান করেন। এক পর্যায়ে সহকারী কমিশনার ভূমি‘র উস্থিথিতে মারমুখি হয়ে উঠেন। স্থায়ীরা তাকে বারবার থামাতে চেষ্টা করেন। এই বিষয় আমির হোসেন বাদী হয়ে চরফ্যাশন থানা একাটি অভিযোগ দাখিল করেন।
চরফ্যাশন প্রেস ক্লাবের প্রতিবাদ তীব্র নিন্দা
চরফ্যাশন প্রেস ক্লাবের সহ-সভাপতি ও যুগান্তর(দক্ষিণ)প্রতিনিধি আমির হোসেনকে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াদ সিকদার হুমকী দেয়া চরফ্যাশন প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রতিবাদ ও নিন্দা জানায়।
সরকারি খাস জমিতে রিয়াদ সিকদারগংরা ঘর উত্তোলন করার ঘটনায় সংবাদকর্মীগন উপস্থিত হলেই হুমকীর ঘটনাটি দুঃখ জনক।
চরফ্যাশনের সিনিয়র সাংবাদিককে হুমকীর ঘটনা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চরফ্যাশন প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, সম্পাদক অধ্যক্ষ মনির আহম্মেদ শুভ্র, সহ-সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি এম আবু সিদ্দিক, নিউজ টুয়েন্টিফোরের বার্তা সম্পাদক ইয়াছিন আরাফাত, নয়াদিগন্ত প্রতিনিধি কামরুজ্জামান, জনকণ্ঠ প্রতিনিধি এ আর এম মামুন, দিনকাল প্রতিনিধি কামাল মিয়াজী, সংবাদ প্রতিনিধি জামাল মোল্লা, সমকাল প্রতিনিধি নোমান সিকদার, ইত্তেফাক প্রতিনিধি মিজান নয়ন, কালের কণ্ঠ প্রতিনিধি কামরুল সিকদার, মানবজমিন প্রতিনিধি শাহাবুদ্দিন সিকদার, জনতা প্রতিনিধি মাহবুবুর রহমান নাজমুল, ভোরের কাগজ প্রতিনিধি সোয়েব চৌধুরী, আমার সংবাদ প্রতিনিধি আবদুল্লাহ আল নোমান চৌধুরী প্রমুখ।
রিয়াদ সিকদার বিএনপির নৈরাজ্যের কর্মকান্ড এখনও চালানোর চেষ্টার মিশনে রয়েছে।