আপনার উকিল।

@@@@.jpg

 

মোঃ মোতাসিম বিল্লাহ্ পারভেজ

এড্ভোকেট

দেওয়ানী ও ফৌজদারী এবং কোম্পানী ও আয়কর আইন।

 

আইনি সহায়তা ও পরামর্শের জন্য আপনারা প্রশ্ন করতে পারেন। তিনি গুরুত্বের সাথে উত্তর দিবেন।

আজকের প্রশ্ন

১. দেওয়ানী মামলা বলতে কি বুঝি?

মোঃ মোতাসিম বিল্লাহ্ পারভেজঃ  জমিজমার মালিকানার বিষয় এবং মানুষ তার অধিকার বঞ্চিত হলে প্রতিকার চেয়ে যে মামলা করে তকে দেওয়ানী মামলা বলে।

উদাহরনঃ  জনাব ‌’ক’ যদি জনাব ‘খ’ এর কাছে জমি বিক্রি করে থাকেন যা তিনি আগে ‘গ’ এর কাছে বিক্রি করেছেন। তাহলে জানার সাথে সাথে জনাব ‘খ’ কে প্রতিকারের জন্য জনাব ‘ক’ এর বিরুদ্ধে সংশ্লিষ্ট দেওয়ানী এখতিয়ারভুক্ত আদালতে দেওয়ানী প্রকৃতির মামলা  করতে হবে।

ফ্যাক্ট শুনলেই আমরা মামলার প্রকৃতি বুঝতে পারি এবং দেওয়ানী মামলা কাগজপত্রের উপর নির্ভরশীল।

ধন্যবাদ প্রশ্ন করার জন্য।

২.ফৌজদারী মামলা বলতে কি বুঝি?

মোঃ মোতাসিম বিল্লাহ্ পারভেজঃ  হত্যা, মারামারি, জখম, চুরি, ছিনতাই, অপহরন, প্রতারনা ইত্যাদি সহ যেসব বিষয়ে বাংলাদেশের আইনে অপরাধ হিসাবে গন্য তার জন্য ভিকটিম যে মামলা করে তাকে ফৌজদারী মামলা বলে।

ফৌজদারী মামলা থানায়ও করা যায় কোর্টেও করা যায়। বাংলাদেশের ফৌজদারী আইনে শাস্তির পাশাপাশি অর্থদন্ডেরও ব্যবস্থা আছে।

ক্ষতিগ্রস্থ ব্যাক্তি যথাযথ তথ্যপ্রমান আদালতে সাক্ষীর মাধ্যমে প্রমান করে দোষী ব্যাক্তির নিকট হতে প্রতিকার পেতে পারে বা উভয় দন্ড একই সাথে হতে পারে।

প্রশ্ন করার জন্য ধন্যবাদ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top