মা বার্ধক্যে হয়ে পড়েন নিঃসঙ্গ, অসহায় – ড. কানিজ ফাতেমা দীপা
প্রত্যেক মা বার্ধক্যে অসহায় হয়ে পড়েন। সন্তানরা প্রতিষ্ঠিত হয়ে কেউ দেশে কেউবা বিদেশে নিজের জগত গড়ে নেয়।
সে জগতে মা হয়ে যান বাড়তি মানুষ।
মাকে সময় দেয়া তো দূরের কথা খোঁজখবর নেওয়ার প্রয়োজনও অনেক সন্তান মনে করে না।
যে মা সন্তান জন্ম দিলেন, লালন-পালন প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিলেন সে মা বার্ধক্যে হয়ে পড়েন নিঃসঙ্গ, অসহায়।
কোন মা অাবার অাশ্রয়হীন। সন্তানের দ্বারা লাঞ্ছিত হতেও দেখা যায়।
বৃদ্ধাশ্রমের দিকে তাকালে অবলম্বনহীন নারী জীবনের অসারতা অারো স্পষ্ট হয়ে ওঠে।
মা দিবসে প্রার্থনা, সকল সন্তানের বিবেক জাগ্রত হোক। মায়েদের জন্য নিরাপদ পরিবার নিশ্চিত হোক।
মা দিবসে সকল মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা।
ড. কানিজ ফাতেমা দীপা
ডেপুটি দিরেক্টর এটি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট।