আম্মা – শাহানা সিরাজী

Picsart_24-06-05_10-16-50-638-1.jpg

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

আম্মা

ভোর ছুঁয়ে ছুঁয়ে আসে নতুনদিন,আম্মাবিহীন।
কোথাও দেখি না ছায়া আম্মার মায়া
জলজবেদনায় ডুবে যাই কোথা মিলে না ঠাঁই
পুরো আকাশ আছে ঝুলে কলমীফুলের ডালে

জুলাই চব্বিশ বিপ্লবীদের ডাকে আম্মার প্রশান্তবাগে
অস্থিরমায়া বিচলিত বর্ণমালার মুক্তির স্বাদে নির্মল প্রান্ত
হন্তদন্ত আম্মার বিস্মায়াবিষ্ট মন উৎকণ্ঠিত ক্ষণ
“তুমি যে লিখছ ক্ষতি হবে না তোমার?

এখন নেই সেই উথলিত বাঁশবাগানের চাঁদ মায়ার ফাঁদ
সে ফাঁদে জড়িয়ে বিষন্নসময় পেরিয়ে কোথা যাই,যাই কোথা?
ঘর-মন-শূন্য হাহাকার বেদনার নীলাকর নীরবাশ্রু ঝরে
জীবন থেকে জীবনে আগমনে প্রস্থানে ক্ষণিক জার্নি

আম্মার জার্নি মৃগয়ার অমৃত সুধায় ফেরার ঘন্টা শুধায়
বিচ্ছেদ তোমার-আমার চিরকালের নির্মম নিয়তির
কে কখন কবে পেরেছে ফেরাতে বুকে বিঁধে সে রাতে
আম্মা ঘুমাচ্ছেন চিরঘুম আসমানী শব্দগুলোর নিটোলধুম

মায়াবীনারীর মায়াপুরী হাজার আকাঙ্ক্ষার স্মৃতি
কোলাহলহীন আছে পড়ে কে বাজাবে মথুরার বীণ!

শাহানা সিরাজী
কবি, প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top