‘মধ্যবিত্ত’ ধুয়ে পানি খাচ্ছি প্রতিদিন
মান সম্মান নিয়ে বেঁচে আছি ভাই
সেটা ধুয়ে- ধুয়ে রোজ তিনবেলা খাই।
দাঁড়াতে পারিনা লাইনে শরমে, লজ্জায়
ঘরে দানাপানি নাই,কোথায় যে যাই?
বুক ফাটে তো মুখ ফোটেনা, বড় অসহায়
হাসি মুখে কান্না আর ক্ষুধাটা লুকাই
ত্রানের লাইনে দাঁড়াতে লাগে ভয়
যদি ছড়িয়ে পড়ে ছবি, বলো কেমন হয়?
পরিচিতদের হেসে বলি, এইতো আছি বেশ
ঘরে কিন্তু দানাপানি নাই জমানো টাকা শেষ
বৌ কাঁন্দে ফুঁপিয়ে সন্তান কাঁদে ক্ষুধায়
মধ্যবিত্ত ইমেজ থাকে গোপন কবিতায়।
ঘরে বাইরে সবখানে থাকেন জাঁতাকলে
মধ্যবিত্ত আজীবন এই মরে যাবার দলে।
© জাহিদ আকবর
১৯ এপ্রিল,২০২০,ঢাকা