ক্যাপ্টেন মাজেদের মৃতদেহ ভোলায় না পাঠানোর অনুরোধ – আলী আজম মুকুল, এমপি’র

PicsArt_04-11-01.32.45.jpg

ক্যাপ্টেন মাজেদের মৃতদেহ ভোলায় না পাঠানোর অনুরোধ – আলী আজম মুকুল, এমপি’র

সাগর চৌধুরীঃ আজ দুপুরে ক্যুখ্যাত নরপিশাচ ক্যাপ্টেন মাজেদের মৃতদেহ ভোলায় না পাঠানোর অনুরোধ করেন স্থানীয় সাংসদ আলী আজম মুকুল। তিনি তার ফেইসবুকে লিখেন,

“বিশ্ব মানবতার “মা” ১৬ কোটি বাঙালীর অহংকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের বিনয়ের সহিত দৃষ্টি আকর্ষন করছি।

ক্যুখ্যাত নরপিশাচ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আত্মস্বীকৃত খুনি, ফাসির দন্ডপ্রাপ্ত আসামী ক্যাপ্টেন মাজেদকে গ্রেফতারের পর আমরা করোনা ভাইরাসের কারনে উল্লাস প্রকাশ করতে পারিনি।

মহামান্য রাষ্ট্রপতি মহোদয় কর্তৃক, এই খুনির সাধারন ক্ষমা ঘোষনা বাতিলের মধ্যে দিয়ে তার ফাসির রায় কার্যকরে আর কোন বাধা নেই।
আমি দৃঢ়তার সাথে বলতে চাই- খুনি মাজেদের ফাসি কার্যকর হওয়ার পর তার মৃতদেহ যেন ভোলায় পাঠানো না হয়। যেহেতু এই খুনির গ্রামের বাাড়ি আমার নির্বাচনী এলাকায়, সেহেতু তার মরদেহ ভোলায় পাঠানো হলে করোনা পরিস্থিতি উপেক্ষা করে হলেও আমি নিজে তা প্রতিহত করবো।
আমি বেচে থাকতে এই ভোলার মাটিতে ঘৃন্য নরপশু মাজেদকে দাফন করতে দিব না।

আলী আজম (মুকুল)
সংসদ সদস্য
১১৬ ভোলা-২
বাংলাদেশ জাতীয় সংসদ। ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top