খালাসের অপেক্ষায় ৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ চট্রগ্রাম বন্দরে

PicsArt_12-09-02.58.17.jpg

খালাসের অপেক্ষায় ৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ
চট্রগ্রাম বন্দরে

চট্টগ্রাম বুরোঃ দফায় দফায় দাম বেড়ে দেশের বাজারে এখন সবচেয়ে বেশি দামী পণ্যের তালিকায় সবার ওপরে স্থান করে নিয়েছে পেঁয়াজ।

পেঁয়াজের দাম যেন অপ্রতিরোধ্য। এর দাম এখন কেজিতে ২৫০ টাকায় পৌঁছেছে। তাই দেশে পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় মিসর ও তুরস্ক থেকে আমদানি করা ৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ চট্রগ্রাম সমুদ্রবন্দরে খালাসের কাজ চলছে। অগ্রাধিকার ভিত্ততে আমদানি করা এসব পেঁয়াজ খালাস করা হচ্ছে।

সিটি গ্রুপ, মেঘনা গ্রুপসহ দেশের ছোট-বড় বেশ কয়েকটি প্রতিষ্ঠান পেঁয়াজ আমদানি করছে। চট্রগ্রাম জেলা প্রশাসন, কাস্টমস ও চট্রগ্রাম কর্তৃপক্ষ পেঁয়াজ খালাসের কাজ তদারকি করছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো.আব্দুল লতিফ বকসী।

রোববার (৮ ডিসেম্বর) রাতে তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয় পেঁয়াজ আমদানি অব্যাহত রাখার জন্য দেশের ছোট ও বড় আমদানি কারকগণকে নিদের্শনা দিয়েছে। আমদানিকারকগণ নতুন করে এলসি খুলে পেঁয়াজ আমদানি করছে। দেশে পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক না হওয়া পর্যন্ত পেঁয়াজ আমদানি অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top