ক্রিকেটাররা ১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক দিলেন

191022_015100_223.jpg

ক্রিকেটাররা ১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক দিলেন

বেতন বাড়ানোসহ ১১ দফা দাবিতে সব ধরনের কার্যক্রম বয়কট করেছেন ক্রিকেটাররা।

সোমবার দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের সামনে ক্রিকেটারদের হয়ে এই ঘোষণা দেন বাংলাদেশের টেস্ট ও টি–টোয়েন্টি অধিনায়ক সাকিব সাকিব আল হাসান।

এসময় তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহসহ দেশের শীর্ষ ক্রিকেটারদের প্রায় সবাই উপস্থিত ছিলেন।

ক্রিকেটাররা বলছেন, প্রথম শ্রেণির ক্রিকেটার এবং জাতীয় খেলোয়াড়দের বেতন বাড়াতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সব ধরনের ক্রিকেট খেলা থেকে বিরত থাকবেন। ভারত সিরিজের ক্যাম্পে তারা যোগ দেবেন না। এছাড়া ন্যাশনাল লীগের ৩য় রাউন্ডেও খেলবেন না।

১১ দফার দাবির মধ্যে রয়েছে- খেলোয়াড়দের বেতন বাড়ানোসহ ঘরোয়া ক্রিকেটের টুর্নামেন্টের সংখ্যা বাড়ানো, চুক্তিভুক্ত খেলোয়াড়দের সংখ্যা বাড়ানো, বিসিবির গ্রাউন্সম্যান থেকে শুরু করে অন্যান্য বেতনভুক্ত কর্মীদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধিসহ আরো কয়েকটি দাবি।

ক্রিকেটারদের কার বেতন কত?

‘এ প্লাস’ শ্রেণির ক্রিকেটারদের মাসিক বেতন হলো ৪ লাখ টাকা, ‘এ’ শ্রেণিতে ৩ লাখ, ‘বি’ শ্রেণির ক্রিকেটাররা পান ২ লাখ টাকা করে। ‘রুকি’ শ্রেণির ক্রিকেটারদের সম্মানী এক লাখ টাকা।

কে কোন শ্রেণিতে:

‘এ প্লাস’ শ্রেণিতে আছেন-মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদউল্লাহ।

‘এ’ শ্রেণিতে ইমরুল কায়েস, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন আছেন।

‘বি’ ক্যাটাগরিতে আছেন- মুমিনুল হক, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

ক্যাটাগরি রুকিতে আছেন- আবু হায়দার, আবু জায়েদ, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম হাসান, খালেদ আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top