আজ শপথ নিলেন হাইকোর্টের ৯ বিচারপতি

PicsArt_10-21-11.57.54.jpg

আজ শপথ নিলেন হাইকোর্টের ৯ বিচারপতি
    

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নবনিযুক্ত ৯ বিচারপতি শপথ নিয়েছেন।

বিশেষ প্রতিনিধিঃ আজ সোমবার (২১ অক্টোবর) সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

শপথ নেওয়া বিচারপতিরা হলেন—বিচারপতি কাজী এবাদত হোসেন, বিচারপতি কেএম জাহিদ সারওয়ার কাজল, বিচারপতি কাজী জিনাত হক, বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার মিন্টু, বিচারপতি ড. জাকির হোসেন, বিচারপতি সাহেদ নুর উদ্দিন, বিচারপতি ড. আখতারুজ্জামান, বিচারপতি একেএম জহিরুল হক ও বিচারপতি মাহবুবুল ইসলাম।

এর আগে রাষ্ট্রপতি গত ২০ অক্টোবর বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এই ৯ জন বিচারপতিকে নিয়োগ দেন। পরে হাইকোর্ট বিভাগে বিচারপতি নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

প্রসঙ্গত, সদ্য নিয়োগ পাওয়া বিচারপতিরা বিধান অনুসারে দুই বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে দায়িত্ব পালন করবেন। তবে দুই বছর অতিবাহিত হওয়ার পর কর্মদক্ষতার ওপর ভিত্তি করে তাদের স্থায়ীভাবে নিয়োগ দেবে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top