সরকারের অনুমতি ছাড়া অস্ট্রেলিয়ায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলায় নয়
অস্ট্রেলিয়ায় সরকারের অনুমতি ছাড়া কোন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করতে পারবে না। দেশটির অ্যাটর্নি জেনারেল ক্রিশ্চিয়ান পর্টার সোমবার এই বিধি জারি করেন। তিনি বলেন, ‘স্থানীয় কোন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করার আগে প্রসিকিউটরদের সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে।’
গত জুনে অস্ট্রেলিয়ার পুলিশ দেশটির সরকারি সংবাদ সংস্থা এবিসি’র অফিসে এবং সংস্থাটির সম্পাদকের বাড়িতে তল্লাশি চালায়। সরকারি গোপন নথি সংরক্ষণ করছে এই সন্দেহে তল্লাশি চালায় পুলিশ। অভিযান কালে এবিসি নিউজ এজেন্সির ৯ হাজার কম্পিউটার চেক করা হয়। একইসঙ্গে একজন নারী সাংবাদিকের অন্তর্বাস রাখার ড্রয়ারেও ঘাঁটাঘাঁটি করে তদন্তকারীরা। সেই সময় বিবিসি এই ঘটনাকে ‘অত্যন্ত অস্বস্তিকর’ বলে প্রচার করে।
অ্যাটর্নি জেনারেল সোমবার তার একটি ইমেইল বার্তায় জানান, সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষার জন্য সাংবাদিকদের বিরুদ্ধে কোন অভিযোগ আনার আগে ভালোভাবে তথ্য-প্রমাণ খতিয়ে দেখা উচিত। কোন আইনজীবী কোন সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার আগে সরকারের অনুমতি নিতে হবে।