ঢাকা জেলার নতুন পুলিশ সুপার মারুফ হোসেন সরদার।

PicsArt_09-07-02.47.39.jpg

ঢাকা জেলার নতুন পুলিশ সুপার মারুফ হোসেন সরদার।

সাগর চৌধুরীঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মারুফ হোসেন সরদারকে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) পদে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

গত ১৮ আগস্ট ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হলে পদটি খালি হয়ে যায়। দুই সপ্তাহের মাথায় মারুফ হোসেন সরদারকে এ পদে দায়িত্ব দেওয়া হলো।

এক নজরে মারুফ হোসেন সরদারঃ

মো: মারুফ হোসেন সরদার খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামের মোবারক আলী সরদারের ছেলে। তিনি ২১তম বিসিএস (পুলিশ) বিভাগে সম্মিলিত মেধা তালিকায় তৃতীয় স্থান অর্জন করে উত্তীর্ণ হন।

চাকরী জীবনে তিনি সিলেট, সিরাজগঞ্জ, ডিএমপির লালবাগ জোন, পল্টন জোন, সচিবালয়, ডিসি মিডিয়াসহ গুরুত্বপূর্ণ অঞ্চলে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

২০১৩ সালে পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে রমনা বিভাগের ডেপুটি কমিশনার হিসেবে দায়িত্ব পালন এবং পরে জাতিসংঘ শান্তি মিশনে দক্ষিন সুদানে দায়িত্ব পালন করেন।

সবশেষ রমনা বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালন কালে তাকে ঢাকা জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হলো।

সততা, নিষ্ঠা ও কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার হিসেবে ২০১৯ সালে বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) সেবা পুরস্কার এবং ২০১৭ সালে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) সেবা পদক অর্জন করেন তিনি।

মো: মারুফ হোসেন সরদার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এ সি জি বি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ১৯৯০ সালে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরে দৌলতপুর সরকারী ব্রজলাল কলেজ থেকে ১৯৯২ সালে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উর্ত্তীণ হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞান বিভাগে সম্মান ও একই বিষয়ে স্নাতোকোত্তর ডিগ্রী অর্জন করেন।

ব্যক্তিগত জীবনে মারুফ হোসেন সরদার বিবাহিত এবং দুই কন্যা সন্তানের জনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top