ভারতের চন্দ্রযান-২ এর অভিযান ব্যর্থ; মহাকাশেই নিখোঁজ বিক্রম!

20190907_130928.jpg

ভারতের চন্দ্রযান-২ এর অভিযান ব্যর্থ; মহাকাশেই নিখোঁজ বিক্রম!

ভারতের চন্দ্রযান-২ এর অভিযান শেষ মুহূর্তে এসে ব্যর্থ হয়ে গেছে। চন্দ্রযান-২ এর ল্যান্ডার বিক্রম চাঁদের মাটি ছুঁতে পারেনি।

এতে চন্দ্র বিজয়ের স্বপ্ন আপাতত ব্যর্থ হয়ে গেছে ভারতবাসীর। একইসাথে স্বপ্নভঙ্গ হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) প্রধান এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন। সে সময় তাঁকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন মোদি।  

 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ভাষণ শেষ করার পরে দৃশ্যতই আবেগপ্রবণ হয়ে পড়েন ইসরোর চেয়ারম্যান কে শিবন। ইসরো প্রধানকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন নরেন্দ্র মোদি।  

চন্দ্রযান-২ এর অভিযান শেষ মুহূর্তে ব্যর্থ হলেও ধরা পড়ল এক অমূল্য ছবি। যেখানে ব্যার্থতার কারণে ভেঙে পড়া বিজ্ঞানীকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলেন মোদি। সাহস জোগাতে পিঠে ছোট ছোট চাপড় মারতে মারতে কে শিবনকে আস্তে আস্তে দু-এক কথা বলেনও তিনি।

তারপরই নিজেকে কিছুটা সংযত করে নেন ইসরো প্রধান।

এদিকে, নিজের ভাষণেও এদিন আগাগোড়া কঠিন সময়ে বিজ্ঞানীদের পাশে থাকার বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  

তিনি বলেন, তাঁদের সাহস ও কাজের প্রতি আনুগত্য গোটা দেশের কাছে অনুপ্রেরণা। চাঁদে যাওয়ার জেদ যে এর ফলে আরও বেড়ে গেল, সে কথাও জানান তিনি।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top