পাবনা সদর সাব-রেজিস্ট্রার মোঃ ইব্রাহিম আলীকে গ্রেফতার করেছে দুদক।

20190711_133217.jpg

পাবনা সদর সাব-রেজিস্ট্রার মোঃ ইব্রাহিম আলীকে গ্রেফতার করেছে দুদক।

সাগর চৌধুরীঃ আজ ২৭ আগস্ট  বেলা সাড়ে  তিনটায় পাবনা শহরের পোস্ট অফিস এলাকা থেকে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা এর  সহকারী পরিচালক শেখ গোলাম মাওলা এর নেতৃত্বে একটি বিশেষ টিম পাবনা সদর সাব-রেজিস্ট্রার মোঃ ইব্রাহিম আলীকে গ্রেফতার করেছে।

ইব্রাহিম আলী ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ হস্তান্তর/রূপান্তর করে  জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ  ২,৩৮,১৪,৯২৫/- (দুই কোটি আটত্রিশ লক্ষ চৌদ্দ হাজার নয়শত পঁচিশ) টাকার সম্পদ অর্জন ও দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন,২০১২ এর ৪(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ সংঘটন করায় তার বিরুদ্ধে রাজধানীর দারুস সালাম (ডিএমপি) থানায় ১৫/১০/২০১৮ ইং তারিখে একটি মামলা দায়ের করে দুদকের সহকারী পরিচালক শেখ গোলাম মাওলা।  

বিজ্ঞ আদালতের আদেশের মাধ্যমে গত মার্চ/২০১৯ মাসে তার দুর্নীতি সংক্রান্ত স্থাবর সম্পদ ক্রোক ও অস্থাবর সম্পদ ফ্রিজ করা হয় ।

মামলার বাদী : শেখ গোলাম মাওলা, সহকারী পরিচালক, দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা।
তদন্তকারী কর্মকর্তা : শেখ গোলাম মাওলা, সহকারী পরিচালক, দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা।

মামলার নম্বর : দারুস সালাম (ডিএমপি) থানা মামলা নং ২২ তারিখ: ১৫/১০/২০১৮ খ্রিঃ
ধারা-দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারা।

বিজ্ঞ মহানগর সিনিয়র স্পেশাল জজ, ঢকায় প্রেরণের নিমিত্তে বিজ্ঞ সিনিয়র স্পেশাল ও দায়রা জজ আদালত পাবনায় আসামিকে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top