১২ যুবকযুবতীর একসঙ্গে বিয়ে দিল ভোলা সমিতি।
সাগর চৌধুরীঃ শনিবার দুপুরে যেন আনন্দের ঢেউ খেলে গেল রাজধানী ঢাকার পান্থপথের সামারাই কনভেনশন সেন্টারে। ১২ যুগল এতিম গরীব বিবাহযোগ্য বর-কনের শুভ বিবাহ সম্পন্ন করেছে ভোলা সমিতি।
মহতী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক বাণিজ্য মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি মন্ডলীর সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
জমকালো এই আয়োজনে উপস্থিত ছিলেন ভোলা সমিতির সদস্যরা।
প্রশংসনীয় অনন্য এই মহতি উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তোফায়েল আহমেদ এমপি ও আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি ।
মানবতাবাদী ও ব্যতিক্রমী এই আয়োজনটিকে সাফল্য মন্ডিত করেছে ঢাকায় বসবাসরত ভোলা জেলার সকল নাগরিক ও পেশাজীবী নেতারা।
মানবিক ও সুন্দর এই আয়োজনকে অভিনন্দন জানিয়ে তোফায়েল আহমেদ বলেন- ভোলা সমিতি সবসময় ভালো কাজের সাথে থাকতে চায়। বিবাহযোগ্য অসহায় এতিমদের পাশে দাঁড়ানো নিঃসন্দেহে উত্তম মানবিক কাজ । আমি আশাবাদী দেশের সমাজমনস্ক নানান সংগঠন আজকের আয়োজন থেকে উৎসাহিত হয়ে এধরণের নতুন নতুন মানবিক কর্মসূচি গ্রহণ করবে।
মহতী এই আয়োজনের প্রশংসা করে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে এমপি শাওন বলেন, শুভ কাজে মানবতার কল্যাণে আপনাদের পাশে আছি, পাশে থাকবো ইনশাআল্লাহ । বিবাহযোগ্য জুটিদের বিয়ে দিয়ে ভোলা সমিতি আজ যেমন নৈতিক দায়িত্ব পালন করল এবং অর্জন করলো অশেষ সওয়াব ।